Advertisement
Advertisement
Tej Pratap Yadav

চরমে দুই ভাইয়ের দ্বন্দ্ব! আরজেডি থেকে পদত্যাগের ঘোষণা লালুপুত্র তেজপ্রতাপের

লালু জেলে, এর মধ্যেই দলে ভাঙনের আশঙ্কা।

RJD leader and elder son Tej Pratap Yadav of Lalu Prasad Yadav has announced decision to quit party | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 26, 2022 10:12 am
  • Updated:April 26, 2022 10:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার রাজনীতির প্রাজ্ঞপুরুষ লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলে (RJD) ভাঙন! ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের জেরে দল থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন লালুর (Lalu Prasad Yadav) বড় ছেলে তেজপ্রতাপ যাদব। সোমবার এক টুইটে তিনি জানিয়েছেন, বাবা লালুপ্রসাদের সঙ্গে দেখা করার পরই তিনি দল থেকে ইস্তফা দেবেন।

সোমবার এক টুইটে তেজপ্রতাপ যাদব (Tej Pratap Yadav) ঘোষণা করেছেন, তিনি আরজেডি থেকে ইস্তফা দিচ্ছেন। লালুর বড় ছেলের বক্তব্য,”আমি আমার বাবার পদাঙ্ক অনুসরণ করেই চলে এসেছি। দলের সব কর্মীকেই সম্মান দিয়েছি। শীঘ্রই বাবার সঙ্গে দেখা করার পর ইস্তফা দিয়ে দেব।” তেজপ্রতাপের বাবা লালু এখন পশুখাদ্য কেলেঙ্কারিতে জেল খাটছেন। মনে করা হচ্ছে জেলে গিয়ে বাবার সঙ্গে দেখা করেই পদত্যাগ করতে পারেন তেজপ্রতাপ। তবে ঠিক কেন পদত্যাগ করতে চাইছেন, তা স্পষ্ট করেননি তেজপ্রতাপ।

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা, বায়ুসেনার চপারে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল মোতায়েন ভারতের]

মনে করা হচ্ছে দিনকয়েক আগে যেভাবে দলের ইফতার পার্টিতে এক মাঝারি মাপের নেতার সঙ্গে তিনি ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন, সেটাই এই সিদ্ধান্তের কারণ। আসলে রাবড়ি দেবীর ইফতার পার্টিতে আসা এক নেতা অভিযোগ করেছিলেন, যে তেজপ্রতাপ যাদব তাঁকে মারধর করেছেন। ভাই তেজস্বী যাদব এবং বাবা লালুপ্রসাদ যাদবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এই অভিযোগ আরজেডি প্রকাশ্যে না মানলেও, শোনা যাচ্ছে ওই আচরণের জন্য গোপনে তাঁকে ভালমতো সতর্ক করে দিয়েছেন ভাই তেজস্বী (Tejaswi Yadav)। তাতেই ফের গোঁসা হয়েছেন তেজপ্রতাপ। সেকারণেই ইস্তফার সিদ্ধান্ত।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের পর হিমাচল, ‘অভিন্ন দেওয়ানি বিধি’র প্রতিশ্রুতি আরেক বিজেপি শাসিত রাজ্যের]

তেজপ্রতাপ যাদব এবং তেজস্বী যাদবের দ্বন্দ্ব আরজেডিতে নতুন কিছু নয়। তাঁকে সরিয়ে যেভাবে ছোটভাই তেজস্বীকে লালুপ্রসাদ নিজের উত্তরসূরি হিসাবে বেছে নিয়েছেন তাতে শুরু থেকেই অখুশি তেজপ্রতাপ। এর আগে বেশ কয়েকবার দল ছাড়ার হুমকিও দিয়েছেন তিনি। এমনকী ২০১৯ লোকসভা নির্বাচনের আগে আগে আলাদা একটি মোর্চাও খুলেছিলেন। যার নাম দিয়েছিলেন লালু-রাবড়ি মোর্চা। আসলে, তেজপ্রতাপ শুরু থেকেই দাবি করে আসছেন দলে তাঁর বা তাঁর সমর্থকদের উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না। যদিও এর আগে যতবার তিনি দল ছাড়ার কথা বলেছেন, বা দলের কার্যকলাপ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, ততবারই তাঁকে বুঝিয়ে-শুনিয়ে ফিরিয়ে এনেছেন তেজস্বী যাদব।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement