Advertisement
Advertisement

Breaking News

‘তিতলি’র প্রভাবে জলের তলায় রেল লাইন, বিপর্যস্ত ট্রেন চলাচল

দেখুন ভিডিও।

River fumes after cyclone Titli triggers rain
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 12, 2018 4:09 pm
  • Updated:October 12, 2018 4:09 pm  

সুব্রত বিশ্বাস: তিতলির দাপটে বিধ্বস্ত ইস্টকোস্ট রেল। ওই রেলের ব্রহ্মপুর ও পালাসার মাঝে ইচুয়াপুরাম-ঝাড়পুদি স্টেশনের মাঝে রেল ব্রিজে জল উঠে যাওয়ায় বেশ কিছু ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। ব্রহ্মপুরে আটকে হাওড়া থেকে ছেড়ে যাওয়া ফলকনুমা এক্সপ্রেস ও পুরী-আমেদাবাদ এক্সপ্রেস। ভুবনেশ্বরে আটকে আপ করমণ্ডল, কটকে তিরুচিরাপল্লি এক্সপ্রেস, রানিতালে যশবন্তপুরে, কেওনঝাড়ে দাঁড়িয়ে খড়গপুর-বিল্লুপুরম এক্সপ্রেস। শালিমারগামী ডাউন গুরুদেব এক্সপ্রেস খুরদা রোডে, কামাখ্যা-যশবন্তপুর এসি এক্সপ্রেস আটকে ভদ্রকে। আপ হাওড়া-ভাস্কো-দা-গামা ও ডাউন পাটনা-এর্নাকুলাম ও গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসকে টাটা-ঝড়সুগুদা হয়ে ঘুরপথে পাঠানো হচ্ছে। ডাউন ট্রেন না আসায় হাওড়া থেকে দেরিতে ছাড়বে আপ ফলকনুমা এক্সপ্রেস ও চেন্নাই মেল। দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, লাইনের জল সরে যাওয়ায় ট্রেন চলাচল শুরু হলেও ইস্টকোস্ট রেলের আওতায় এই বিপত্তি ঘটায় তারা বিস্তারিত তথ্য দিতে পারছে না।

[ বঙ্গে আসছে তিতলি, কলকাতা ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা]

Advertisement

ব্রহ্মপুর থেকে ট্রেন চলাচল বাতিল হওয়ায় কলকাতার বহু মানুষ আটকে পড়েছেন। মোবাইলের টাওয়ার না পাওয়ায় নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগও করতে পারছেন না। ইস্টকোস্ট রেল জানিয়েছে, খড়গপুর-খুরদা রোড-বিজয়নগরমের রেলপথ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রেল লাইনকে স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

দেখুন ভিডিও:

[ রাতারাতি উধাও গোয়ার বেশ কয়েকটি সমুদ্র সৈকত!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement