সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় গোয়ার লুইজিনহো ফেলিরিওর ইস্তফা দেওয়া আসনে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী হতে পারেন অসম শাখার প্রধান রিপুণ বোরা (Ripun Bora)। শেষে কোনও রদবদল না হলে এই নামটিই চূড়ান্ত। রিপুণকে জানিয়েও দেওয়া হয়েছে। প্রাক্তন সাংসদ রিপুণকে সামনে রেখে অসমে সংগঠন বাড়ানোর কাজ করছে তৃণমূল। তবে সেক্ষেত্রে অন্য আসনে সুস্মিতা দেব (Sushmita Dev) আবার মনোনয়ন পাবেন কি না, তা নিয়ে খানিকটা প্রশ্ন থাকছে। সুস্মিতাকে লোকসভার জন্য ভাবা হতে পারে শিলচরে।
ত্রিপুরায় সুস্মিতা দায়িত্বে থাকলেও দলের ফল ভাল হয়নি। তবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভিনরাজ্যে বিস্তারের পরিকল্পনা অটুট রাখছে। এবার বাংলার রাজ্যসভায় একটি উপনির্বাচন, ছয়টি নির্বাচন। তৃণমূল সূত্রে খবর, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনের আবার মনোনয়ন নিশ্চিত। শান্তা ছেত্রী ও সুস্মিতা দেব থাকবেন, নাকি নতুন মুখ কেউ আসবেন, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মধ্যে প্রাথমিক কথা হয়েছে বলে খবর। তবে এ বিষয়ে বাজারচলতি চর্চা ছাড়া নির্দিষ্ট বিস্তারিত কিছু জানা যায়নি।
অন্যদিকে রাজ্যসভার প্রার্থী নির্বাচন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। গেরুয়া শিবিরের সূত্রে জানা গিয়েছে, প্রার্থী হতে আগ্রহী সাংবাদিক স্বপন দাশগুপ্ত। কিন্তু তাঁকে আটকাতে ময়দানে নেমেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেও মিঠুনের হয়ে দাবি জানিয়েছেন। তবে পিছিয়ে নেই অমিত শাহ ঘনিষ্ঠ স্বপনও। শেষ পর্যন্ত রাজ্যসভায় কে প্রার্থী হবেন, সেই সিদ্ধান্ত নিতে নাজেহাল বঙ্গ বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.