Advertisement
Advertisement

রিজিজুর গায়ে দুর্নীতির কালি নেই, দাবি বিজেপির

পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্যই কেন্দ্রীয় মন্ত্রীরা রিজিজুর পাশে দাঁড়িয়েছেন৷

Rijiju is not involved in scam, claims BJP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 1:06 pm
  • Updated:December 15, 2016 1:06 pm  

দেবশ্রী সিনহা, নয়াদিল্লি: এতদিন নোট বাতিলের সিদ্ধান্তকে হাতিয়ার করে কেন্দ্রকে কোণঠাসা করতে চেয়েছে বিরোধীরা৷ এবার জলবিদ্যুত্‍ প্রকল্পে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজুর উপর অভিযোগ ওঠায় সরকারকে আক্ষরিক অর্থেই ‘দুর্নীতির সরকার’-এর তকমা দিতে প্রস্তুত হচ্ছে বিরোধী শিবির৷ আর তাই রীতিমতো অস্বস্তিতে বিজেপি৷ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্যই কেন্দ্রীয় মন্ত্রীরা বুধবার রিজিজুর পাশে দাঁড়িয়েছেন৷ দাবি করেছেন, রিজিজুর উপর আনা দূর্নীতির অভিযোগ একেবারে ভিত্তিহীন৷ পাল্টা সওয়াল তুলে তাঁরা মনে করিয়ে দিয়েছেন, ইউপিএ আমলের দুর্নীতির কথা৷ যদিও সে গুড়ে বালি৷ বিরোধীরা বারবার কিরেন রিজিজুকে নিয়ে প্রশ্ন তুলে বুঝিয়ে দিয়েছেন, এই বিষয়ে তাঁরা এখনই ইতি টানতে তো চাইছেই না, বরং ভবিষ্যতের জন্য বড় ইস্যু করতে চলেছে তারা৷

এই প্রসঙ্গে সংসদের দুই কক্ষেই কংগ্রেস ২৬৭ ধারায় নোটিস দিয়ে অরুণাচল প্রদেশের বিদ্যুত্‍ প্রকল্পে কিরেন রিজিজুর জড়িয়ে থাকা নিয়ে আলোচনার দাবি করে৷ লোকসভা শুরু হতেই কিরেন রিজিজুকে দেখে তীব্র প্রতিবাদ শুরু করে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি৷ দাবি করতে থাকে আলোচনার৷ এমনকী, সাংসদরা তাঁর নাম ধরে শুরু করেন প্রবল চেঁচামেচি৷ বিরোধীদের দমাতে বিজেপি সাংসদরাও পাল্টা চিৎকার শুরু করে দেন৷ লোকসভা মুলতবি হলে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর বাইরে এসে দাবি করেন, রিজিজু নির্দোষ৷ তাঁর কথায়, “রিজিজুর গায়ে কোনও দুর্নীতির কালির দাগ নেই৷ বরং দুর্নীতি ঘটেছিল কংগ্রেসের আমলে৷” জাওড়েকরের সঙ্গে প্রায় একই সুরে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযুষ গোয়েল দাবি করেন, রিজিজুর এই দুনীর্তির সঙ্গে কোনও যোগ নেই৷ বরং এক কদম এগিয়ে তিনি কংগ্রেসকে এক হাতে নেন৷ দাবি করেন, জলবিদ্যুত্‍ প্রকল্পে কংগ্রেস সরকার নির্দেশ দিয়েছিল টাকা দেওয়ার জন্য৷ অন্যদিকে এহেন অবস্থায় দলকে পাশে পেয়ে রিজিজু দাবি করেন, জলবিদ্যুত্‍ প্রকল্পে যে ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই ব্যক্তি আদতে তাঁর কোনও তুতো ভাই বা আত্মীয় নয়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement