Advertisement
Advertisement
Karnataka

ধর্মান্তকরণের অভিযোগে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে দিল হিন্দুত্ববাদীরা, উত্তপ্ত কর্ণাটক

'জোরপূর্বক ধর্মান্তকরণ বিল' নিয়ে কর্ণাটক বিধানসভার শীতকালীন অধিবেশনে আলোচনার কথা রয়েছে।

Right-Wing Groups havs set Christian Religious Books On Fire in Karnataka | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 12, 2021 9:01 pm
  • Updated:December 12, 2021 10:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর করে ধর্মান্তকরণের অভিযোগ উঠেছিল চার্চের বিরুদ্ধে। সেই অভিযোগে এবার কর্ণাটকের কোলারে (Kolar in Karnataka) খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ (Christian Religious Books) পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, আগেই স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছিল, এলাকায় যেন ধর্মীয় বই বিলি না করা হয়। তারপরেও সেই কাজ হয়। এদিকে আজকের ঘটনায় এখনও পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি বলেই জানা গিয়েছে।

স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে ধর্মীয় বই বিলি করা নিয়ে আমরা আগেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে সতর্ক করেছিলাম, আলোচনা করে বন্ধুত্বপূর্ণভাবে দুই শিবিরের মধ্যে সমঝোতাও হয়েছিল। তথাপি এই ঘটনা ঘটছে।

Advertisement

[আরও পড়ুন: রাওয়াতকন্যাদের পাশে নিহত সেনার স্ত্রী, জওয়ানের শেষযাত্রায়ও শামিল সহমর্মী কৃতিকা-তারিণী]

জানা গিয়েছে, রবিবার সকালে এলাকার বাড়ি বাড়ি ঘুরে ধর্মীয় বই বিলি করছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের কয়েক জন। তাঁদের পথ আটকায় হিন্দুত্ববাদীরা। বচসার পর বই কেড়ে নিয়ে পুড়িয়ে দেয় তারা। ধর্মীয় বই পুড়িয়ে দেওয়ার কথা স্বীকারও করেছে হিন্দুত্ববাদীরা। এক হিন্দুত্ববাদীর বক্তব্য, আমরা হিংসাত্মক কিছু করিনি। কিন্তু ওরা প্রতিবেশীদের ধর্মীয় বই বিলি করছিল, খ্রিস্টান ধর্মের প্রচার চালাচ্ছিল, তাই আমরা এই কাজ করেছি। উল্লেখ্য, ইউনাইটেড ক্রিস্চান ফোরামের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কর্ণাটকে ৩২টি হামলা হয়েছে বিভিন্ন চার্চে। অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্য ছয়টি হামলা হয়েছে।

এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমানি (Chief Minister Basavaraj Bommai) জানিয়েছেন, জোর করে ধর্মান্তকরণ সংক্রান্ত বিল (Bill on Forcible Religious Conversion) নিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশনে আলোচনা হবে। বোমানি আরও জানিয়েছেন, ধর্মান্তকরণের বিষয়টির মিমাংশাই এই বিল আনার উদ্দেশ্য।

[আরও পড়ুন: আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, বিক্ষোভ-অবরোধে উত্তপ্ত তামিলনাড়ুর সালেম]

প্রসঙ্গত, সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার দিবসে (International Human Rights Day) পাকিস্তানের সিন্ধ প্রদেশের (Sindh Province) বিভিন্ন শহরে জোর করে ধর্মান্তকরণের প্রতিবাদ মিছিল করেন সেদেশের বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘুরা।সিন্ধ প্রদেশের হায়দরাবাদ (Hyderabad) শহরের প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ফোর্সড কনজারভেশন বিল প্রত্যাহার-সহ অন্যান্য ইস্যুতে বিক্ষোভ দেখান তাঁরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement