সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটিতে রক্তগঙ্গা বইয়ে কাশ্মীরে জেহাদের ধ্বজা তোলার হুঙ্কার দিয়েছিল লস্কর প্রধান হাফিজ সইদ। সঙ্গে গলা মিলিয়েছিল তার সাগরেদ জাকিউর রহমান লাখভি। তবে কাশ্মীরের ‘আজাদি’-সহ একাধিক ব্যাপারে এখন একে অপরকেই চোখ রাঙাচ্ছে ওই দুই জঙ্গি নেতা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি রিপোর্টে বলা হয়েছে, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার দুই নেতা হাফিজ সইদ ও লাখভির মধ্যে চলছে ভয়াবহ গোষ্ঠীদ্বন্দ্ব। এর জেরে সীমান্তের এপার থেকে অনুগামী জঙ্গিদের পাক অধিকৃত কাশ্মীরে স্থানান্তরিত করেছে লাখভি। জম্মু ও কাশ্মীরে লস্করের জঙ্গি কার্যকলাপের দ্বায়িত্বে রয়েছে লাখভি। কেন্দ্রীয় গোয়েন্দাদের পেশ করা রিপোর্টে উঠে এসেছে আরও একটি ভয়ঙ্কর তথ্য। জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরে হিংসা ছড়ানোর উদ্দেশ্যে বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যার ছক কষছে লস্কর।
নিরাপত্তা মহলের উদ্বেগে বাড়িয়ে এবার কাশ্মীরে ‘কুইট কাশ্মীর মুভমেন্ট’ নামের আড়ালে নাশকতা চালাচ্ছে লস্কর। সন্ত্রাসবাদী আক্রমণকে কাশ্মীরিদের ‘স্বাধীনতার লড়াই’ হিসেবে প্রতিপন্ন করার জন্যই এই পন্থা নিয়েছে লস্কর, জানিয়েছেন গোয়েন্দারা। এছাড়াও তাদের নিশানায় রয়েছে হুরিয়াত নেতারা। সম্প্রতি, কাশ্মীরে আবার মাথা চাড়া দিচ্ছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-মুজাহিদিন। হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। গতবছর বেশ কয়েকজন কাশ্মীরি যুবক সন্ত্রাসবাদী দলগুলিতে নাম লিখিয়েছে বলেও জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.