সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) নৃশংস ঘটনার রেশ এবার আছড়ে পড়ল রাজধানীর রাজপথে। দিল্লির বঙ্গভবনের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালেন এবিভিপি (ABVP) সদস্যরা। পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষে জড়ালেন তাঁরা। ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের সামনে থেকে দলীয় পতাকা হাতে নিয়ে এবিভিপি সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে স্লোগান তোলেন। যথেষ্ট উত্তেজনা ছড়াল রাজধানীর রাস্তায়। বিক্ষোভ সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। আর জি করের মৃতার সুবিচারের দাবিতে গত কয়েকদিন ধরেই কর্মবিরতি চলছে দিল্লির এইমসে। তারই মাঝে শনিবার এবিভিপি-র এই প্রতিবাদে আগুনে যেন ঘি পড়ল!
দিল্লিতে (New Delhi) এবিভিপি-র তরফে আগেই শনিবারের বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। তার জন্য দিল্লি পুলিশও প্রস্তুত ছিল। বঙ্গভবনের সামনে ব্যারিকেড করে বাড়তি পুলিশ মোতায়েন করা ছিল। দুপুর ১২টা নাগাদ বিক্ষোভের (Agitation) শুরু থেকেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা রীতিমতো তাণ্ডব চালাতে শুরু করে বলে অভিযোগ। প্রথমেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগোতে থাকেন। পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। ব্যারিকেডের উপরে উঠে দলীয় পতাকা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) পদত্যাগ নিয়ে স্লোগান তোলেন। একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে জলকামান চালানোর কথা ভাবতে হয় পুলিশকে। তবে শেষপর্যন্ত তা ছাড়াই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এবিভিপি সদস্যরা বঙ্গভবনের (Banga Bhaban) সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। মহিলা সদস্যদের হাতে ছিল পোস্টার, ব্যানার।
আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে শনিবার আইএমএ-র (IMA)ডাকে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা কর্মবিরতি চলছে চিকিৎসকদের। তাতে শামিল দিল্লির এইমসের (AIIMS, Delhi) মতো হাসপাতালও। যদিও ঘটনার পরদিন থেকেই এইমসের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এসবের জেরে অশান্তি এড়াতে রাজধানীর পথে পথে বাড়তি পুলিশ মোতায়েন ছিলই। তবে এদিন বঙ্গভবনে এবিভিপি-র বিক্ষোভ ঘিরে অশান্তি আরও বাড়ল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.