Advertisement
Advertisement
RG Kar Medical College & Hospital

বৃহস্পতিবারে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে CBI, সেদিকে নজর সব মহলের

এদিকে, কেন্দ্রের তরফে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত ১২ দফা নির্দেশিকা জারি করেছে।

RG Kar Medical College & Hospital: CBI will submit a report to Supreme Court in Thursday
Published by: Sayani Sen
  • Posted:August 21, 2024 10:42 pm
  • Updated:August 21, 2024 10:42 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডে সর্বোচ্চ আদালতের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার দ্বিতীয় শুনানি। মামলার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। স্বাধীনতার মধ্যরাতে হওয়া হিংসার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেবে রাজ্যও। তার আগে এইমস-সহ দেশের প্রতিটি কেন্দ্র সরকারের অধীনস্থ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য সংক্রান্ত সংস্থাগুলিতে সুরক্ষা ও মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সংক্রান্ত ১২টি নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

নয়া নির্দেশিকায় বলা হয়েছে,
১. কেন্দ্রের অধীনে থাকা প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য সংক্রান্ত সংস্থায় নিরাপত্তা আরও অন্তত ২৫ শতাংশ বৃদ্ধি করতে হবে।
২. নাইট ডিউটিতে মহিলা কর্মীকে একা রাখা যাবে না।
৩. প্রতিটি ক্ষেত্রে ন্যূনতম দুজন মহিলা কর্মী রাখতে হবে।
৪. আলো আরও বাড়াতে হবে।
৫. কর্মক্ষেত্র থেকে হস্টেল বা বাড়ি যাওয়ার পরিবহণ সংক্রান্ত অন্যান্য ব্যবস্থা আরও ভালো করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: জুনিয়র চিকিৎসকদের দাবিপূরণ, সরানো হল আর জি করের অধ্যক্ষ-সহ ৩ জনকে]

৬. যেসব ওয়ার্ড ও অন্যান্য জায়গায় মহিলা স্বাস্থ্যকর্মী থাকবেন, সেখানের ডিউটি রুমে যেন ন্যূনতম প্রয়োজনীয় সুযোগ সুবিধা থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
৭. পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা লাগানো, প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন, প্রতিটি প্রবেশ ও বেরনোর দরজায় ভালো করে নজরদারি।
৮. প্রয়োজনে মার্শাল নিয়োগ, কোনও আপৎকালীন ক্ষেত্রে কী কী করা উচিত তার প্রশিক্ষণ দিতে হবে।

সবমিলিয়ে মোট ১২ দফার নির্দেশিকা জারি হয়েছে। প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের প্রধানদের দ্রুত এই নির্দেশিকাগুলি বাস্তবায়িত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হঠাৎ করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলা করার জন্য কী কী করতে হবে, তার ট্রেনিং দেওয়ার পাশাপাশি নিয়মিত তার পর্যবেক্ষণ ও মক ড্রিল করার নির্দেশও দিয়েছে জে পি নাড্ডার মন্ত্রক। এর জন্য স্থানীয় পুলিশ, প্রশাসন ও অন্যান্য জরুরী পরিসেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও বলা হয়েছে। রোগী, রোগীর আত্মীয়দের সঙ্গে সংযোগ তৈরির জন্য কো-অর্ডিনেটর নিয়োগ করার নির্দেশ রয়েছে নির্দেশিকায়।

[আরও পড়ুন: মিছিলে হাঁটার অনুমতি মেলেনি, মোমবাতি জ্বালিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদ সৌরভের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement