সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ড (RG Kar Incident) তোলপাড় ফেলেছে গোটা দেশে। প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন। এহেন নারকীয় ঘটনার দ্রুত বিচারপর্ব শেষ করে দোষীদের কঠোরতম শাস্তিতে সরব সব মহলই। এবার এনিয়ে মুখ খুলে বিতর্কে জড়ালেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউত। বিজেপি সাংসদের সাফ বক্তব্য, কলকাতার মতো ঘটনার দ্রুত বিচারের জন্য যোগী আদিত্যনাথের মতো কাউকে চাই! তিনি মনে করেন, উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার’, ‘বুলডোজার’ মডেল যতই বিতর্কিত হোক, একমাত্র ভীতি প্রদর্শনই এসব সমস্যার সমাধান।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কঙ্গনা (Kangana Ranaut) এমনই বিতর্কিত মন্তব্য করে বসেছেন। এমনিতেই ‘বিতর্কের রানি’ বলে তাঁর কুখ্যাতি আছে। যে বিষয় নিয়েই বলেন, তা নিয়েই কমবেশি বিতর্ক হয়। আর জি করের (RG Kar Hospital) মতো গুরুতর ইস্যু নিয়ে তাঁর মন্তব্য যে খুব চাঁচাছোলা হবে, তা তো বলাই বাহুল্য। মান্ডির বিজেপি সাংসদ বললেনও তেমনই কথা। কঙ্গনার সাফ কথা, ”প্রতিটি অপরাধই একরকম। শুধু তফাৎ ঘটে যায় কীভাবে তা সামলানো হচ্ছে। আমি তো এ বিষয়ে একদম যোগী আদিত্যনাথের নীতিতে বিশ্বাসী। হ্যাঁ, অবশ্যই তাঁর এসব বিচারপ্রক্রিয়া বিতর্কিত এবং তা নিয়ে বহু সমালোচনা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, একমাত্র ভয় দেখানোই সব কিছুর সমাধান।” বলিউড (Bollywood) ‘ক্যুইনে’র আরও মন্তব্য, এসব বিষয়ে সুবিচার পেতে হলে যোগী আদিত্যনাথের মতো কাউকে দরকার, যিনি এক সপ্তাহের মধ্যে বিচার দিতে পারেন।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের নারী নির্যাতন নিয়ে হাজারও অভিযোগে সরব হন বিরোধী দলগুলি। বুধবারও তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নারীদের উপর সংঘটিত অপরাধ নিয়ে তোপ দেগেছেন যোগী সরকারকে। আর উত্তরপ্রদেশে বুলডোজার চালিয়ে দেওয়া কিংবা এনকাউন্টারে ধর্ষক বা অপরাধীদের নিকেশ করে দেওয়ার নজির রয়েছে। যা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করেন সমাজকর্মীদের একাংশ। অথচ কঙ্গনা সেই ‘নীতি’র সমর্থন করেন বলে সাফ জানালেন। এনিয়ে বিতর্ক তো হবেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.