নন্দিতা রায়, নয়াদিল্লি: আর জি কর হাসপাতালে (RG Kar Hospital)তরুণী চিকিৎসককে ধর্ষণ-হত্যার মতো নারকীয় ঘটনার প্রতিবাদে এবার লিখিত বিবৃতি জারি করল পাকিস্তান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। শনিবার সকালে দিল্লিতে পৌঁছেছে সেই বিবৃতি। তাতে বলা হয়েছে, ওয়ার্ল্ড মেডিক্যাল অ্যাসোসিয়েশন এ বিষয়ে হস্তক্ষেপ করুক, দোষীকে গ্রেপ্তারে পদক্ষেপ নিক।
গত ৯ আগস্ট রাতে কর্তব্যরত অবস্থায় আর জি কর হাসপাতালে (RG Kar Hospital Case) মর্মান্তিক পরিণতির শিকার হন তরুণী চিকিৎসক। হাসপাতালের সেমিনার রুম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ধর্ষণ-খুনের মামলা দায়ের করে। মূল অভিযুক্ত সন্দেহে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তারও করা হয়। এবিষয়ে দ্রুত কিনারার দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) একাধিক জনস্বার্থ মামলার ভিত্তিতে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়।
এনিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশেই। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA)ডাকে কর্মবিরতি চলছে শনিবার। প্রতিবাদে কলকাতা ও দেশের অন্যান্য শহরেও গর্জে উঠেছে সব মহল। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেও মহিলারা পথে নেমেছেন ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তি চেয়ে। এবার প্রতিবেশী দেশের তরফে নিন্দা জানানো হয়েছে লিখিত বিবৃতির মাধ্য়মে। পাকিস্তান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (Pakistan Medical Association) সাধারণ সম্পাদক ডাঃ আবদুল গফুর শোরো বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বের সর্বত্র স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত মহিলারা। তাঁদের কাজের জন্য় নিরাপদ পরিবেশ রাখতে হবে। ঘটনার কথা শুনে পাকিস্তানের চিকিৎসক মহল অত্যন্ত ব্যথিত এবং মৃতার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন বলে বিবৃতি সংগঠনের। আর জি কর হাসাপাতালের ঘটনা নিয়ে প্রতিবেশী দেশের এমন বিবৃতিতেই স্পষ্ট, এর ভয়বহতা কতটা প্রভাব ফেলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.