ফাইল ছবি।
সোমনাথ রায়, নয়াদিল্লি: আর জি করে চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার পরিবারের দায়ের করা আবেদনের শুনানি হবে কলকাতা হাই কোর্টে। সোমবার সকালে এই মামলার শুনানিতে এমনই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নির্যাতিতার মা-বাবার আবেদন সাড়া দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের এই সিদ্ধান্ত। অভয়ার মা-বাবার আবেদন ছিল, সুপ্রিম কোর্টের শুনানিতে বারবার দিল্লি যাওয়া অসুবিধার, তাই তাঁদের মামলার শুনানি কলকাতা হাই কোর্টে হলে তাতে অংশ নেওয়া অনেক সহজ হবে। সোমবার আর জি কর মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের আইনজীবী করুণা নন্দী। তাতে শীর্ষ আদালত জানায়, এবার মামলা শুনতে পারবে হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।
কলকাতা হাই কোর্ট থেকে উত্তরণের পর সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বর্ষীয়ান জয়মাল্য বাগচী। প্রথম দিনই আর জি করের মতো হাইপ্রোফাইল মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে যোগ দিয়েছেন তিনি। এদিন তাঁর উপস্থিতিতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ মামলা শোনে। মেয়ের প্রতি হওয়া চরম অন্যায় নিয়ে সিবিআই-এর তদন্তে সন্তুষ্ট ছিলেন না অভয়ার মা-বাবা। তাই অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো, মূল অপরাধী সঞ্জয় ছাড়া আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা-সহ একাধিক দাবি করে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের করে অভয়ার পরিবার। কিন্তু বিচারপতি ঘোষ জানান, এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া তিনি এই মামলা শুনতে পারবেন না।
এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার মা-বাবা। কলকাতা হাই কোর্টে শুনানি হলে তাঁদের সুবিধার কথা জানান। সোমবার পরিবারের তরফে আইনজীবী করুণা নন্দী সেসব তুলে ধরেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে। আর তাতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, এবার এই মামলার শুনানি হতে পারবে হাই কোর্টে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই। তাতে আর কোনও বাধা নেই। এই নির্দেশে স্বস্তিতে অভয়ার পরিবার। মেয়ের সুবিচারের জন্য আরও দৃঢ়তার সঙ্গে তৈরি হচ্ছেন মা-বাবা। জানালেন, ”মেয়ের জন্য লড়াই চলবেই।সিবিআই দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিক। অন্যান্য দোষীরা ধরা পড়ুক।” অন্যদিকে, সুপ্রিম কোর্টে আর জি করের ঘটনা নিয়ে যে স্বতঃপ্রণোদিত মামলা চলছিল, তার শুনানি হবে মে মাসের ১৩ তারিখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.