Advertisement
Advertisement
RG Kar Case

RG Kar Case Live Update: CBI তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য, স্ট্যাটাস রিপোর্ট দেখে বললেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ফের ওই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।

RG Kar Case Live Update: Hearing starts in Supreme Court
Published by: Subhajit Mandal
  • Posted:September 30, 2024 2:21 pm
  • Updated:September 30, 2024 5:01 pm

সুপ্রিম কোর্টে আর জি কর মামলার চতুর্থ শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ফের ওই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখবে। শুনানিতে ৪২টি পক্ষের ২০০-র বেশি আইনজীবী অংশ নেবেন। নজর থাকবে চিকিৎসকদের নিরাপত্তা, সাগর দত্ত হাসপাতালের জুনিয়র ডাক্তার আক্রান্ত হওয়ার ঘটনা। জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে রিপোর্ট দেবে রাজ্য। ফের স্টেটাস রিপোর্ট জমা দিতে পারে সিবিআই। প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন।

বিকেল ৫: সিবিআই তদন্তে 
বিকেল ৪.৫৮:
সিবিআই রিপোর্টে দাবি করেছে চশমা পরে থাকার কারণে বেশি চোট পেয়েছেন। প্রধান বিচারপতি বলেন, ঘুমনোর সময় সাধারণত কেউই চশমা পরেন না। আইনজীবী বলেন, হয়তো বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তরুণী চিকিৎসক।
বিকেল ৪.৫৭:
সিবিআই তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আরও একটু তদন্ত করতে দেওয়া হোক, জানালেন প্রধান বিচারপতি।
বিকেল ৪.৫৫: ধৃত সঞ্জয় রায় এবং নিহত তরুণী চিকিৎসকের সঙ্গে ফোন কিংবা ইন্টারনেটের মাধ্যমে কথা হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে সিবিআই।
বিকেল ৪.৫২:
সিবিআইয়ের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন তিন বিচারপতি।
বিকেল ৪.৪৮:
আর জি কর হাসপাতালে দুর্নীতি এবং তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই।
বিকেল ৪.৪৭:
আদালতের নির্দেশ যেন সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছয়, সেই ব্যবস্থার আর্জি বিচারপতি বৃন্দা গ্রোভারের। 
বিকেল ৪.৪৫:
প্রধান বিচারপতি বলেন, “বার বার নির্যাতিতার ছবি, নামের ব্যবহার সন্তানহারা বাবা-মাকে ব্যথিত করছে।” নোডাল অফিসার নিয়োগের নির্দেশ প্রধান বিচারপতির। 
বিকেল ৪.৪৪:
আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, “নোডাল অফিসার নিয়োগ করা হলে আমরা তাঁকে জানাতে পারি।” 
বিকেল ৪.৪৩:
প্রধান বিচারপতি বলেন, “ছবি মুক্তি বন্ধ করতে চাইলে আইনি পন্থা নিতে হবে।”
বিকেল ৪.৪২:
আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, “আগামিকাল ইউটিউবে এই ঘটনার কথা উল্লেখ করে একটি ছবি মুক্তি পেতে চলেছে।”
বিকেল ৪.৪১:
সলিসিটার জেনারেল বলেন, “অভিযোগ জানানোর জন্য আমরা একটি নম্বর জানাব।”
বিকেল ৪.৩৮: আইনজীবী জেঠমালানি বলেন, “প্রাক্তন পুলিশ কমিশনার নিজে একবার নির্যাতিতার নাম বলেছেন, তা সত্ত্বেও কোনও শুনানি হয়নি।”
বিকেল ৪.৩৫:
রাজ্যের উচিত অবিলম্বে যারা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন, তা সরিয়ে ফেলা দরকার।
বিকেল ৪.৩৪:
নোডাল অফিসার নিয়োগ এবং অভিযোগ জানাতে ই-মেল আইডি দেওয়ার দাবি আইনজীবী করুণা নন্দীর। তিনি বলেন, “এখনও হিন্দি গানের সঙ্গে নির্যাতিতার ছবি ও নাম ব্যবহার করে রিলস বানানো হচ্ছে।”
বিকেল ৪.৩৩:
প্রধান বিচারপতি জানান, “আমরা নির্দেশ দিয়েছি ছবি ও নাম ব্যবহার বন্ধের। অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত।”  
বিকেল ৪.৩২:
সোশাল মিডিয়ায় এখনও নির্যাতিতার ছবি ও নাম ব্যবহার।
বিকেল ৪.২৮:
আর জি কর মামলার শুনানি শুরু।
বিকেল ৪.১৯:
আর ৫-১০ মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টে শুরু হবে শুনানি।
দুপুর ৩.৩৭:
দিনের শেষ মামলা হিসাবে আর জি করের শুনানি শুনবেন বিচারপতিরা।
দুপুর ২টো ২০:
৪২ পক্ষের ২০০’র বেশি আইনজীবী লড়বেন। তবে মূলত যারা সওয়াল করবেন তাঁরা হলেন, রাজ্যের পক্ষে কপিল সিব্বল ও মেনকা গুরুস্বামী। সিবিআইয়ের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা। নির্যাতিতার পরিবারের হয়ে থাকবেন বৃন্দা গ্রোভার ও শামিম আহমেদ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে লড়বেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ।
দুপুর ২ টো ১০:
দুপুর ২টোয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বসল। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আরজি কর মামলার শুনানি।

Advertisement

দুপুর ২টো: প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৪২ নম্বর মামলা আর জি কর। ২৭ সেপ্টে,ম্বরের বদলে শুনানি আজ।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement