Advertisement
Advertisement

Breaking News

RG Kar Case Hearing

আর জি কর মামলার ‘সুপ্রিম’ শুনানি, বিশেষ নজরে জুনিয়র ডাক্তারদের অনশন?

আজ দুপুর ২টোয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি শুনবেন বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি জে বি পার্দিওয়ালা। নতুন করে স্ট্যাটাস রিপোর্ট দিতে পারে সিবিআই এবং রাজ্য সরকার।

RG Kar Case Hearing at Supreme Court: Bench of CJI may focus on Junior Doctors hunger strike

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:October 15, 2024 10:28 am
  • Updated:October 15, 2024 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার ষষ্ঠ শুনানি আজ সুপ্রিম কোর্টে। দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মামলাটি উঠবে। কোন কোন বিষয় নিয়ে আজ শীর্ষ আদালতে সওয়াল-জবাব হতে চলেছে, তা আলোচনা সাপেক্ষ। মনে করা হচ্ছে, নতুন করে জুনিয়র ডাক্তারদের অনশনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে উপস্থাপিত করতে পারেন চিকিৎসকদের আইনজীবীরা। নজর থাকবে সিবিআইয়ের পঞ্চম স্টেটাস রিপোর্টেও। সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা কী নিয়ে সওয়াল করবেন, তাও আলোচ্য। এর আগে গত ৩০ সেপ্টেম্বর আর জি কর মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে।

গত কয়েকবারের শুনানিতে বার বার হাসপাতালের নিরাপত্তা, চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সওয়াল-জবাব চলে শীর্ষ আদালতে। সেই সংক্রান্ত নির্দেশিকাও দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। জুনিয়র ডাক্তারদের দ্রুত কর্মবিরতি তুলে কাজে ফেরার জন্য বলা হয়। পাশাপাশি সরকারে উদ্দেশেও শীর্ষ আদালতের নির্দেশ ছিল, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব পরিকাঠামো উন্নয়নের কাজ করতে হবে। সেই নির্দেশ মেনে কাজ এগিয়েছে অনেকটাই, আগেরদিনের শুনানিতে এই সংক্রান্ত রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করা হয়েছিল। মনে করা হচ্ছে, আজও সেই রিপোর্ট দেখতে চাইতে পারেন বিচারপতিরা।

Advertisement

‘সুপ্রিম’ নির্দেশে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি তুলে কাজে ফিরেছেন ঠিকই, তবে প্রতিবাদ জারি রাখতে এবং দশ দফা দাবিপূরণে সরকারের উপর চাপ বাড়িয়ে তাঁদের একাংশ আমরণ অনশন শুরু করেছে।  মঙ্গলবার তা একাদশ দিনে পড়ল। কলকাতার ধর্মতলা এবং শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সামনে চলছে জুনিয়র চিকিৎসকদের অনশন। এই কঠোর কর্মসূচি করতে গিয়ে একে একে অসুস্থ হয়ে পড়েছে ৫ জন ডাক্তার। তাঁরা হাসপাতালে ভর্তি। এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হতে পারে আজকের শুনানিতে। সেক্ষেত্রে শীর্ষ আদালত কি অনশন প্রত্যাহারের নির্দেশ দেবে? সেদিকে তাকিয়ে সবমহল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement