ফাইল ছবি।
সোমনাথ রায়, নয়াদিল্লি: মঙ্গলবারের পর বুধবারও হল না আর জি কর মামলার শুনানি। সকালে এই মামলা শোনার কথা থাকলেও শেষে পিছিয়ে তা বিকেল ৩টেয় করা হয়। নির্ধারিত সময়ে মামলা উঠলেও শুনানি হয়নি। আদালতের তরফে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর দুটোয় এই মামলা শুনবে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, কাল CBI-এর স্টেটাস রিপোর্ট দেখবেন তিনি।
গত ৯ আগস্ট আর জি কর হাসপাতাল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। কর্মক্ষেত্রেই ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয় গোটা দেশ। বিষয়টির সংবেদনশীলতা ও গুরুত্ব বুঝে এবং দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যকর্মীদের উপর লাগাতার হওয়া হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ১৮ আগস্ট স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। ২০ আগস্ট প্রধান বিচারপতি, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুরু হয় মামলা। গত মঙ্গলবার ছিল এই মামলার সপ্তম শুনানি। তবে সময়ের অভাবে এই মামলার শুনানি বুধবার সকালে রাখেন প্রধান বিচারপতি। তবে সকালে মামলাটিকে পিছিয়ে দুপুর ৩টেয় রাখা হয়। কিন্তু বিকেল ৪টে নাগাদ সময়ের অভাবে প্রধান বিচারপতি চন্দ্রচূড় ফের মামলা পিছিয়ে দেন। তাই বৃহস্পতিবার শুনানি হবে বলে জানানো হয়েছে।
এদিকে আর জি কর মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন মূল অভিযুক্ত সঞ্জয় রায়। পাশাপাশি এই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন তিনি। যার জেরে আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। আগামী ১১ নভেম্বর এই মামলার শুনানি রয়েছে। এদিন শীর্ষ আদালতে সেই মামলায় স্থগিতাদেশের আবেদন জানানো হয়। তবে সে আবেদন গ্রাহ্য করেনি প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি রাজ্যের তরফে এই মামলার শুনানি পরের সপ্তাহে রাখার আবেদন জানানো হলেও তা মান্যতা পায়নি।
আগামিকাল CBI-এর তদন্ত রিপোর্ট দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় শীর্ষ আদালত। বৃহস্পতিবার শুনানি দুপুর ২টোয় হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.