Advertisement
Advertisement

Breaking News

RG Kar

সিবিআই তদন্তে অনাস্থা! তদন্তকারী সংস্থা বদলের আর্জি নিয়ে এবার সুপ্রিম কোর্টে অভয়ার বাবা-মা

অভয়ার বাবা-মায়ের হয়ে মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী। 

RG Kar: Abhaya's parents approached the Supreme Court with a request to change the investigating agency
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 15, 2025 2:23 pm
  • Updated:January 15, 2025 3:34 pm  

গোবিন্দ রায়: সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে এবার সুপ্রিম কোর্টে অভয়ার বাবা। তাঁদের অভিযোগ, সঠিক পথে হচ্ছে না তদন্ত। ঘটনার সঙ্গে জড়িত আরও অনেক মাথা। অভয়ার বাবা-মায়ের হয়ে মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী। 

আগস্ট থেকে চর্চায় আর জি কর। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগের প্রতিবাদে ফুঁসে উঠেছিল গোটা বাংলা। তবে তিনমাসের মাথায় এই ঘটনায় জামিন পেয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। কারণ হিসেবে জানা গিয়েছে, চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এর পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই সময় হাই কোর্টের দ্বারস্থ হন অভয়ার বাবা-মা। তাঁরা বলেন, “তদন্তের নামে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণ চলছে। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।” পরবর্তীতে প্রকাশ্যেও আর জি করের নির্যাতিতার বাবা-মা জানান, সিবিআই তদন্তে তাঁরা ভরসা করতে পারছেন না।

Advertisement

সিবিআই সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত বলে আদালতে দাবি করতেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভয়ার বাবা-মা। মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী।  উল্লেখ্য, গতবছর ৮ আগস্ট, নাইট শিফট ছিল আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের। পরদিন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনায় প্রথমে তদন্তে নামে কলকাতা পুলিশ। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। এর পর ধর্ষণ ও খুনের মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। সিবিআই ঘটনার তদন্তভার পায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement