Advertisement
Advertisement

Breaking News

এক পদ এক পেনশনের দাবিতে আত্মহত্যা প্রাক্তন সেনার

একদিকে যখন সেনাদের কৃতিত্ব নিয়ে রাজনীতির ধুম, তখন এই দাবিতে সেনার আত্মহত্যার ঘটনা নিঃসন্দেহে মোদি সরকারকে প্রশ্নের মুখে ঠেলে দিল বলেই মত রাজনৈতিক মহলের৷

 Retired Soldier Allegedly Commits Suicide Over One Rank One Pension
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 2, 2016 10:38 am
  • Updated:November 2, 2016 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব নিয়ে যখন পুরোদস্তুর সরগরম দেশের রাজনীতি, তখন এক পদ এক পেনশনের দাবিতে আত্মহত্যা করলেন এক অবসারপ্রাপ্ত সেনা৷ সুবেদার রাম কিষেণ গ্রেওয়াল নামে এই সেনাকর্মী যন্তর মন্তরে এই দাবিতেই প্রতিবাদ জানিয়েছিলেন৷ এক পদ এক পেনশন রূপায়ণে প্রশাসনিক ব্যর্থতায় এবার আত্মহননের পথ বেছে নিলেন তিনি৷

হরিয়ানায় প্রধানমন্ত্রীর সফরের ঠিক পরের দিনই ঘটল এই ঘটনা৷ দিওয়ালিতে এক পদ এক পেনশনের সঠিক বাস্তবায়নের প্রসঙ্গ এনেছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ সেনাদের বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন তিনি৷ এই একটি বিষয় নিয়ে সেনা অভ্যন্তরে ক্ষোভ দীর্ঘদিনের৷ গতবছরই এ ব্যাপারে ধরনায় বসেছিলেন সুবেদার রাম কিষেণ৷ তারপর বছর গড়ালেও কোনও সুরাহা হয়নি৷ এমনকী প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করারও অনুমতি দেওয়া হয়নি তাঁকে৷ আর তারপরই আত্মহত্যা করলেন অবসরপ্রাপ্ত এই সেনাকর্মী৷

Advertisement

মৃতের ছেলে জানাচ্ছেন, তাঁর বাবা সকলকে ডেকে আত্মহত্যার কথা বলে গিয়েছেন৷ এমনকী সুইসাইড নোটও রেখে গিয়েছেন তিনি৷ এক পদ এক পেনশন রূপায়ণে প্রশাসনিক ব্যর্থতাই যে তাঁকে এই পথে ঠেলে দিয়েছে তা জানাতে কসুর করেননি তিনি৷ মৃতের পরিবারের সঙ্গে দেখা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেখা করবেন বলেও জানা যাচ্ছে৷ একদিকে যখন সেনাদের কৃতিত্ব নিয়ে রাজনীতির ধুম, তখন এই দাবিতে সেনার আত্মহত্যার ঘটনা নিঃসন্দেহে মোদি সরকারকে প্রশ্নের মুখে ঠেলে দিল বলেই মত রাজনৈতিক মহলের৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement