সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব নিয়ে যখন পুরোদস্তুর সরগরম দেশের রাজনীতি, তখন এক পদ এক পেনশনের দাবিতে আত্মহত্যা করলেন এক অবসারপ্রাপ্ত সেনা৷ সুবেদার রাম কিষেণ গ্রেওয়াল নামে এই সেনাকর্মী যন্তর মন্তরে এই দাবিতেই প্রতিবাদ জানিয়েছিলেন৷ এক পদ এক পেনশন রূপায়ণে প্রশাসনিক ব্যর্থতায় এবার আত্মহননের পথ বেছে নিলেন তিনি৷
হরিয়ানায় প্রধানমন্ত্রীর সফরের ঠিক পরের দিনই ঘটল এই ঘটনা৷ দিওয়ালিতে এক পদ এক পেনশনের সঠিক বাস্তবায়নের প্রসঙ্গ এনেছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ সেনাদের বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন তিনি৷ এই একটি বিষয় নিয়ে সেনা অভ্যন্তরে ক্ষোভ দীর্ঘদিনের৷ গতবছরই এ ব্যাপারে ধরনায় বসেছিলেন সুবেদার রাম কিষেণ৷ তারপর বছর গড়ালেও কোনও সুরাহা হয়নি৷ এমনকী প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করারও অনুমতি দেওয়া হয়নি তাঁকে৷ আর তারপরই আত্মহত্যা করলেন অবসরপ্রাপ্ত এই সেনাকর্মী৷
মৃতের ছেলে জানাচ্ছেন, তাঁর বাবা সকলকে ডেকে আত্মহত্যার কথা বলে গিয়েছেন৷ এমনকী সুইসাইড নোটও রেখে গিয়েছেন তিনি৷ এক পদ এক পেনশন রূপায়ণে প্রশাসনিক ব্যর্থতাই যে তাঁকে এই পথে ঠেলে দিয়েছে তা জানাতে কসুর করেননি তিনি৷ মৃতের পরিবারের সঙ্গে দেখা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেখা করবেন বলেও জানা যাচ্ছে৷ একদিকে যখন সেনাদের কৃতিত্ব নিয়ে রাজনীতির ধুম, তখন এই দাবিতে সেনার আত্মহত্যার ঘটনা নিঃসন্দেহে মোদি সরকারকে প্রশ্নের মুখে ঠেলে দিল বলেই মত রাজনৈতিক মহলের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.