Advertisement
Advertisement

ব্যাঙ্কে টাকা না পেয়ে আত্মহত্যা প্রাক্তন সেনার

নোটের বলি!

Retired CRPF officer shoots self after failing to withdraw cash
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 12, 2016 2:54 pm
  • Updated:December 12, 2016 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে টাকা অমিল৷ রোজই ব্যাঙ্ক এবং এটিএমের লাইনে গিয়ে দাঁড়াতেন প্রাক্তন সিআরপিএফ জওয়ান রাকেশ যাদব৷ দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর আর পাঁচটা মানুষের মতো তিনিও একই সমস্যায় পড়েছিলেন৷ কিন্তু টাকার খোঁজে প্রায় রোজই ব্যর্থ হচ্ছিলেন৷ ব্যাঙ্ক ও এটিএমের বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও মিলছিল না প্রয়োজনের টাকা৷ আর তাতেই যেন ধৈর্য হারিয়েছিলেন প্রাক্তন এই সিআরপিএফ আধিকারিক৷

crpf-jawan_web

Advertisement

ধৈর্যের বাঁধ ভাঙলে আত্মহননের পথ বেছে নেন তিনি৷ জানা গিয়েছে, রবিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজেকে গুলি করেন তিনি৷ আগ্রার এই ঘটনাকে কেন্দ্র করে নেমে এসেছে শোকের ছায়া৷

প্রাক্তন জওয়ানের মেয়ে কীর্তি যাদব জানিয়েছেন, “গত কয়েকদিন ধরেই টাকার জন্য ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকতেন বাবা৷ টাকা না মেলায় মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি৷ আর এরপরই নিজেকে গুলি করেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement