সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুচরো মুদ্রাস্ফীতির হার (Retail Inflation) নভেম্বরে পৌঁছেছে ৫.৪৮ শতাংশে। প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। যা গত অক্টোবরের (৬.২১ শতাংশ) থেকে অনেকটাই কম। সেবারও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া টার্গেটের থেকে অনেকটাই বেশি ছিল মুদ্রাস্ফীতির হার। আরবিআইয়ের লক্ষ্যমাত্রা ২ থেকে ৬ শতাংশ। নিশ্চিত ভাবেই নভেম্বরের অঙ্ক সেই সময়ের মধ্যে রয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সের দাবি ছিল, খুচরো মুদ্রাস্ফীতির হার নভেম্বরে দাঁড়াবে ৫.৫৩ শতাংশে। কিন্তু তার চেয়েও কম হয়েছে হার। আসলে বাজারে টাটকা সবজির জোগান বাড়তেই এই পরিস্থিতি, মনে করছে ওয়াকিবহাল মহল। সদ্য প্রাক্তন আরবিআইয়ের গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন জলবায়ু থেকে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আর্থিক অস্থিরতার কারণে মুদ্রাস্ফীতির ঝুঁকি রয়েছে। তাঁর মত ছিল, ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে হ্রাস পাওয়ার আগে হার আরও বাড়তে পারে।
বলে রাখা ভালো, গত অক্টোবরে সবাইকে চমকে দিয়ে খুচরো মুদ্রাস্ফীতির হার ছুঁয়ে ফেলেছিল ৬.২১ শতাংশ। সবজির আকাশছোঁয়া দাম কিংবা সেপ্টেম্বরে ভোজ্য তেলে অতিরিক্ত আমদানি শুল্কের ধাক্কাতেই সেবার এই পরিস্থিতি হয়েছিল বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহে, আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি অর্থাৎ এমপিসি চলতি অর্থবর্ষের জন্য অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ৭.২% থেকে ৬.৬% কমিয়েছিল। মুদ্রাস্ফীতির ঝুঁকি থাকা সত্ত্বেও এমপিসি একটা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল। মূল্যবৃদ্ধির চাপ কম হলে খোলা রেখেছিল সম্ভাব্য হার কমানোর দরজাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.