সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফ চিন্তায় ফেলেছে বঙ্গবাসীকে। বাংলার থেকেও আবার সংকটজনক পরিস্থিতি রাজধানী দিল্লি এবং মুম্বইয়ের। দুই শহরেই আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। আর তাই এবার দিল্লি-মুম্বই-সহ মোট ছ’টি শহর থেকে বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা।
শুক্রবার কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ৩১ জুলাই পর্যন্ত দেশের ছ’টি শহর থেকে কোনও বিমান কলকাতায় নামবে না। এর আগে ১৯ জুলাই পর্যন্ত এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত ৬ তারিখ থেকে এই ছয় শহরের কোনও বিমান কলকাতা আসছে না। এবার সেই মেয়াদই বাড়ানো হল ৩১ জুলাই পর্যন্ত। দিল্লি ও মুম্বইয়ের পাশাপাশি পুণে, চেন্নাই, নাগপুর এবং আহমেদাবাদ থেকে আসবে না কোনও ফ্লাইট।
The restriction on arriving flights to #KolkataAirport from 6 cities viz Delhi, Mumbai,Pune,Chennai, Nagpur & Ahmedabad has been extended upto 31st July.@AAI_Official @MoCA_GoI @HardeepSPuri @arvsingh01 @PIB_India @wbdhfw @HomeBengal @MoHFW_INDIA
— Kolkata Airport (@aaikolairport) July 17, 2020
ঠিক মতো শারীরিক পরীক্ষা ছাড়াই বাইরে থেকে প্রচুর লোক রাজ্যে ঢুকছে। এর ফলে করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গে। এমন বক্তব্য তুলে ধরে রাজ্য সরকারের তরফে আগেই চিঠি দিয়ে কেন্দ্রকে অনুরোধ করা হয়েছিল, যে দেশের বেশ কিছু শহর থেকে দু’সপ্তাহ কলকাতাগামী বিমান পরিষেবা বন্ধ রাখা হোক। সেই অনুরোধ মেনে নিয়েছিল কেন্দ্র। তারপরই গত ৪ জুলাই কলকাতা বিমানবন্দরের তরফে টুইট করে জানানো হয়, ছটি শহর থেকে বিমান কলকাতার উদ্দেশে রওনা দেবে না। দেশজুড়ে বাড়তে থাকা সংক্রমণের জেরে এবার সেই মেয়াদই বৃদ্ধি পেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.