Advertisement
Advertisement

২৪ ঘণ্টাই খোলা থাকবে শপিং মল, সিনেমা হল

পানীয় জল, ক্যান্টিন, ফার্স্ট এইড, শৌচালয়ের মতো অন্যান্য পরিষেবাও দেওয়া হবে কর্মীদের৷

Restaurants, shops, malls, banks can now remain open 24/7 for 365 days
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2016 10:39 am
  • Updated:October 27, 2018 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৬৫ দিন ২৪ ঘণ্টা বিপণন কেন্দ্র, শপিং মল, সিনেমা হল ও দোকান খোলা রাখার খসড়া বিলে বুধবার সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ দোকান ও প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ ও চাকরির শর্ত সংক্রান্ত আইন আনতে ‘দ্য মডেল শপস অ্যান্ড এস্টাবলিশমেণ্ট’ (রেগুলেশন অফ এমপ্লয়মেণ্ট অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিসেস) বিলটি ২০১৬-তে সায় দিয়েছে মন্ত্রিসভা৷ এটি পাস করাতে সংসদের সম্মতির প্রয়োজন হবে না বলে সূত্রের খবর৷

বিক্রেতারা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন৷ তাঁদের অভিমত, খুচরো ব্যবসার জগতে এই আইন একটি নতুন দিগন্ত খুলতে চলেছে৷ এর ফলে বাড়বে উচ্চ প্রশিক্ষিত কর্মীদের নিয়োগও৷ ‘পারমিশন রাজ’ বা সময় সংক্রান্ত আলাদা কোনও অনুমতির উপর আর নির্ভর করতে হবে না বলে স্বস্তির নিঃশ্বাস বিক্রেতা মহলে৷ তবে তাঁরা মনে করছেন, আইনটির সাফল্য অনেকটাই নির্ভর করবে রাজ্যগুলির এটিকে ব্যবহারের উপর৷ মন্ত্রিসভার তরফে জানানো হয়েছে, যে সমস্ত সংস্থায় দশ বা ততোধিক কর্মী কাজ করেন, সেগুলির উপরই এই নয়া আইন প্রযোজ্য হবে৷ এর মাধ্যমে ৩৬৫ দিনই খোলা রাখা যাবে ওই সংস্থাগুলি৷ সেগুলি খোলা ও বন্ধের সময় নির্ধারণ করতে পারবে সংশ্লিষ্ট সংস্থাই৷ তবে উৎপাদিত পণ্যের কারখানার জন্য এই আইন খাটবে না৷ নয়া আইন অনুসারে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশের ব্যবস্থা থাকলে নাইট শিফটে কাজ করার সুবিধা পাবেন মহিলারাও৷ পানীয় জল, ক্যান্টিন, ফার্স্ট এইড, শৌচালয়ের মতো অন্যান্য পরিষেবাও দেওয়া হবে কর্মীদের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement