সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জগদীপ ধনকড়, নিশিকান্ত দুবে, দীনেশ শর্মা, ফের জগদীপ ধনকড়। কেন্দ্রের শাসকদলের নেতামন্ত্রী এবং সাংবিধানিক পদাধিকারীরা একের পর এক নিশানা করেই যাচ্ছেন বিচারবিভাগকে। রীতিমতো কড়া ভাষায় সমালোচনা হচ্ছে সুপ্রিম কোর্টের। যার জেরে দেশজুড়ে বিতর্কের আবহ। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়ে মুখ খুলল কেন্দ্র। সরকারি সূত্রে জানিয়ে দেওয়া হল, বিচারব্যবস্থার সম্মান নিয়ে কোনও আপস নয়। সেটাই সর্বোপরি।
মঙ্গলবারও উপরাষ্ট্রপতি ধনকড় বিচারবিভাগকে নিশানা করেছেন। তিনি বলে দিয়েছেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় সবার উপরে সংসদ, তার উপরে আর কেউ নেই।” উপরাষ্ট্রপতির বক্তব্য, “১৯৭৭ সালে জরুরি অবস্থা জারি করা একজন প্রধানমন্ত্রীকে পর্যন্ত জবাবদিহি করতে হয়েছিল। ফলে এই বিষয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয় যে সংসদই সর্বোচ্চ। তার উপরে আর কোনও সংস্থা থাকতে পারে না। কারণ সংসদে যারা নির্বাচিত হয়ে আসেন, তাঁরা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন।”
ধনকড়ের এই মন্তব্যের কিছুক্ষণ পরই কেন্দ্রীয় সরকারি সূত্রে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, “বিচারব্যবস্থার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। গণতন্ত্রের সবকটি স্তম্ভই সমান্তরালভাবে কাজ করছে। বিচারব্যবস্থা এবং আইনসভা একই মুদ্রার এপিট-ওপিট।” বস্তুত, বিজেপি বা কেন্দ্র কোনওভাবেই চাইছে না, যে সরকারের ভাবমূর্তি বিচারব্যবস্থা বা সংবিধান বিরোধী হয়ে দাঁড়াক। গত লোকসভা নির্বাচনে কেন্দ্রকে কার্যত সংরক্ষণ বিরোধী বলে দেগে দিয়ে ভালোমতো ধাক্কা দিয়েছে বিরোধী শিবির। সেটার পুনরাবৃত্তি কোনওভাবেই চাইছে না গেরুয়া শিবির।
এর আগে বিজেপির তরফেও একইভাবে সুপ্রিম কোর্টকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা নেতাদের সতর্ক করা হয়েছে। খোদ বিজেপি সভাপতি জেপি নাড্ডা বিবৃতি দিয়ে জানিয়েছেন, “যারা এসব মন্তব্য করছে, সেটা নিতান্তই তাঁদের ব্যক্তিগত। দলের এর সঙ্গে কোনও সম্পর্ক নেই। বিজেপি তাঁদের সঙ্গে একমত নয় এবং কখন এই ধরনের মন্তব্য সমর্থন করেনি।’ নাড্ডা জানান, বিজেপি যে শুধু এই মন্তব্য খারিজ করছে তাই নয়, দলের সকলকে বলে দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন এই ধরনের মন্তব্য না করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.