Advertisement
Advertisement
এটিএম

এটিএমে টাকা না থাকলে দিতে হবে জরিমানা, নয়া নির্দেশিকা RBI-এর

গ্রাহকদের স্বার্থে আর কী উল্লেখ রয়েছে নির্দেশিকায়?

Reserve Bank of India to impose penalty for keeping ATMs dry

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:June 16, 2019 11:52 am
  • Updated:June 16, 2019 11:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরুন আপনি রাস্তায় বেরোলেন৷ পকেটে সেভাবে টাকার জোগান নেই৷ একটাই ভরসা, টাকা না থাক, সঙ্গে রয়েছে এটিএম কার্ড৷ টাকার প্রয়োজন মেটাতে রাস্তার পাশে থাকা এটিএম কাউন্টারই গন্তব্য৷ এটিএম কাউন্টারে ঢুকলেন৷ এটিএম কার্ড ঢুকিয়ে দেখলেন টাকা না থাকা কিংবা যন্ত্র বিকলের নোটিফিকেশন৷ ব্যস! এই নোটিফিকেশন দেখামাত্রই আপনার মাথায় হাত৷ যতই বিরক্ত হোন না কেন, ব্যাংকের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিতে পারবেন না৷ মিথ্যে আস্ফালন ছেড়ে কীভাবে টাকার জোগাড় করবেন এই চিন্তায় এ রাস্তা থেকে ও রাস্তায় ঘুরে ফিরে এটিএম কাউন্টার খুঁজতে খুঁজতেই সময় নষ্ট৷ গ্রাহকদের বিভ্রান্তি এড়াতেই এবার নয়া উদ্যোগ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷

[ আরও পড়ুন: ট্রাম্পকে কড়া জবাব, ২৯ আমেরিকান পণ্যে অতিরিক্ত শুল্ক চাপাল ভারত]

সাধারণ গ্রাহকদের সঠিক পরিষেবা দেওয়াই একমাত্র লক্ষ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার৷ তাই সেকথা মাথায় রেখে সদ্যই একটি নির্দেশিকা জারি করা হয়েছে৷ এবার থেকে এটিএমে টাকা না থাকলে তার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখাকে দিতে হবে জরিমানা। যদি কোনও ব্যাংকের এটিএমে টাকা শেষ হয়ে যায়, তাহলেও তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে৷ ব্যবস্থা নেওয়ার জন্য মাত্র তিন ঘণ্টা সময় পাবে ব্যাংক কর্তৃপক্ষ৷ তার মধ্যেই এটিএমে ভরতে হবে টাকা৷ আর তা যদি না হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংককে দিতে হবে জরিমানা৷ রিজার্ভ ব্যাংক দ্বিমাসিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ ইতিমধ্যে এই নির্দেশিকা প্রতিটি ব্যাংকে পৌঁছে দেওয়াও হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: এনআরএস কাণ্ডের জের, চিকিৎসক সুরক্ষায় কড়া আইনের ইঙ্গিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর]

ডিজিটাল ইন্ডিয়া তৈরির চিন্তাভাবনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দিন যত যাচ্ছে ততই এটিএমের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন আমজনতা৷ অথচ এই সময়েই এটিএমগুলিতে টাকা না থাকার সমস্যা দিন দিন বাড়ছে বলেই দাবি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার৷ সাধারণত এটিএমে টাকা শেষ হয়ে গেলে সেই বার্তা যান্ত্রিক পদ্ধতিতে মুহূর্তের মধ্যেই পৌঁছে যায় সংশ্লিষ্ট ব্যাংকে৷ তা সত্ত্বেও যদি ওই এটিএমে টাকা না ভরা হয় তবে তা ব্যাংকের গাফিলতি ছাড়া আর কিছু নয় বলে দাবি রিজার্ভ ব্যাংকের৷ এটিএম লুটের মতো ঘটনা কমিয়ে কীভাবে সুরক্ষা বাড়ানো যায় সে বিষয় নিয়েও রিজার্ভ ব্যাংক চিন্তাভাবনা শুরু করেছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement