সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাসাইয়ের চিনচোটি জলপ্রপাতে আটকে পরা পর্যটকদের উদ্ধারে চলছে অভিযান। এখনও পর্যন্ত ১০০ জনকে উদ্ধার করা গিয়েছে। তবে পর্যটকদের মধ্যে একজন মারা গিয়েছেন। অতিরিক্ত বৃষ্টিতে শনিবার মহারাষ্ট্রের ভাসাইয়ের চিনচোটি জলপ্রপাতে বেড়ে যায় জলস্তর৷ তার জেরেই আটকে পরেন পর্যটকদের ওই দলটি।
মুম্বই থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত চিনচোটি জলপ্রপাতে বর্ষায় বহু মানুষই ভিড় জমান। কিন্তু একটানা বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে ওই জলপ্রপাত। আটকে পড়া ওই পর্যটকরাও ভাসাইয়ে পিকনিক করতে গিয়েছিলন৷ ওইদিন কমপক্ষে ২৬জন বিপদজ্জনক এলাকায় ঢুকে পরেন। এরপর জলস্তর বেড়ে গেলে আটকে যান ওই পর্যটকরা৷ আটকে পরা পর্যটকরা সান্তাক্রুজ, আইরোলি, মালাড, বোরিভালির বাসিন্দা।
খবর পেয়েই ১৯জনের একটি উদ্ধারকারী দল চিনচোটিতে যায়। উদ্ধারকাজে নেমে পড়েন তাঁরা৷ তবে এলাকাটি ঘন জঙ্গলে পরিবৃত হওয়ায়, লাগাতার বৃষ্টি এবং মোবাইল সংযোগ দুর্বল হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। স্থানীয়দের সাহায্যে ঘোড়া নিয়ে উদ্ধারে নামে এনডিআরএফ দল৷ পাশাপাশি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারেও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়৷
এদিকে, শনিবার থেকে রাতভর বৃষ্টি শুরু হয়েছে বাণিজ্যনগরীতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই নাগপুর, ঔরঙ্গাবাদ, নান্দের, আকোলা, চন্দ্রপুর-সহ একাধিক জায়গায় রবিবার সকালেও জারি রয়েছে অঝোর বর্ষণ। ভারি বৃষ্টিতে গোটা এলাকায় জল থইথই পরিস্থিতি। জলের তলায় চলে গিয়েছে এলাকা। বেশিরভাগ রাস্তাঘাট কোথাও হাঁটুজল, কোথাও গোড়ালি ডোবা জলে অতিষ্ঠ মুম্বইবাসী। ফুঁসছে সাবিত্রী নদীও। নদীসংলগ্ন এলাকার বিভিন্ন জায়গা চলে গিয়েছেন। বজ্রাঘাতে প্রাণহানিও হয়েছে একজনের।
Mahrashtra: Rain lashes parts of Mumbai. Visuals from Western Express Highway at Dindoshi. pic.twitter.com/Mft1mRHd1B
— ANI (@ANI) July 7, 2018
বৃষ্টির জেরে বিপর্যস্ত রেল পরিষেবাও। একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। দেরিতে চলছে লোকাল ট্রেন। বিভিন্ন রাস্তায় দেখা দিয়েছে ফাটল ও ধস। ইতিমধ্যেই শুরু হয়েছে মেরামতির কাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.