Advertisement
Advertisement
Arnab Goswami

দু’বছরের পুরনো মামলায় সাংবাদিক অর্ণব গোস্বামীকে ‘গ্রেপ্তার’ করল মুম্বই পুলিশ

অর্ণব গোস্বামীকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

Republic TV Editor Arnab Goswami detained and taken in a police van by Mumbai Police |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 4, 2020 9:32 am
  • Updated:November 4, 2020 9:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছরের পুরনো মামলা। ঋণ শোধ না করা এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ। আর তাতেই সাংবাদিক অর্ণব গোস্বামীকে (Arnab Goswami) একপ্রকার টেনে-হিঁচড়ে থানায় নিয়ে গেল মহারাষ্ট্র সিআইডি। সূত্রের খবর, রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।

বুধবার সাতসকালে কোনওপ্রকার আগাম নোটিস ছাড়াই অর্ণবের বাড়িতে হানা দেয় মুম্বই পুলিশের একটি বড়সড় দল। সিআইডি (CID) এবং মুম্বই পুলিশের ১০-১২ জন আধিকারিক অর্ণবের বাড়িতে প্রবেশ করে। বাকি অন্তত ৪০-৪৫ জন পুলিশ আধিকারিককে দেখা যায় তাঁর বাড়ির বাইরে অপেক্ষা করতে। এরপর কিছুক্ষণ দেখা যায় অর্ণবকে একপ্রকার টানতে টানতে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। রিপাবলিক টিভির দাবি, অর্ণবকে একপ্রকার জোর করে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁর শ্বশুর, শাশুড়ি, স্ত্রী এবং ছেলেকেও হেনস্তা করেছে পুলিশ (Mumbai Police)।

[আরও পড়ুন: পালঘরে গণপিটুনিতে সাধুহত্যা, থানের আদালতে জামিন চার অভিযুক্তের]

যে মামলায় অর্ণবকে আটক করা হয়েছে সেটি বছর দুয়েকের পুরনো। রিপাবলিক টিভির (Republic TV) সম্পাদকের বিরুদ্ধে ৫ কোটি ৪০ লক্ষ টাকা ঋণ নিয়ে শোধ না করা এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ ছিল। আসলে ২০১৮ সালে মুম্বইয়ের এক ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেন। মুম্বই পুলিশের দাবি, তাঁদের সুইসাইড নোটে নাকি বলা হয়েছিল, অর্ণব গোস্বামী ৫ কোটি ৪০ লক্ষ টাকা শোধ না করায় আর্থিক অনটনে পড়তে হয়েছে, এবং সেকারণেই তাঁরা আত্মহত্যা করছেন। তারপরই অর্ণবের বিরুদ্ধে ঋণখেলাপি এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন ওই ইন্টেরিয়র ডিজাইনারের ছেলে। গতবছর অবশ্য প্রাথমিক তদন্তের পর মামলাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ। কিন্তু নতুন সরকার আসার পর তা আবার চালু হয়। এবার এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। বুধবার সিআইডিই অর্ণবকে গ্রেপ্তার করেছে বলে খবর।

[আরও পড়ুন: মন্দিরে নমাজের পালটা, ইদগাহে ‘হনুমান চালিসা’ পাঠ চার যুবকের]

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই আইনি জটিলতায় জড়িয়ে আছেন অর্ণব। টিআরপি (TRP) কেলেঙ্কারিতে ইতিমধ্যেই তাঁর এবং তাঁর চ্যানেলের বিরুদ্ধে তদন্ত চলছে। সম্প্রতি পালঘর সাধু হত্যা এবং বান্দ্রার পরিযায়ী শ্রমিক বিক্ষোভ মামলায় রিপাবলিক টিভির সম্পাদককে নতুন করে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। এবার আত্মহত্যার প্ররোচনার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement