Advertisement
Advertisement
Republic Day LIVE Update:

সাধারণতন্ত্র দিবস উদযাপন: দিল্লির রাজপথে ‘রামমন্দির’, এবারও নেই বাংলার ট্যাবলো

জি-২০ সম্মেলন, নতুন সংসদ ভবন, নেতাজি সুভাষের নতুন মূর্তির ট্যাবলোও প্রদর্শন।

Republic Day LIVE Update: Ram Mandir Tableau shows in Delhi | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 26, 2024 9:04 am
  • Updated:January 27, 2024 5:31 pm

দেশজুড়ে উদযাপিত হচ্ছে ৭৫তম সাধারণতন্ত্র দিবস। দিল্লির রাস্তায় ক্ষমতা প্রদর্শন ভারতীয় অস্ত্রের। আকাশে চক্কর যুদ্ধবিমানের। এবারের কুচকাওয়াজে প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। শুধু দিল্লি নয়, কলকাতায় রেড রোডেও হয় কুচকাওয়াজ। ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

বেলা ১২.৩৮: দিল্লির রাজপথে এবারও নেই বাংলার ট্যাবলো।

বেলা ১২.৩০: বিজয় ফর্মেশনে দিল্লির আকাশে শত্রুর বুকে কাঁপুনি ধরাল রাফালে। আর এর সাথে শেষ হল দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াজ।

বেলা ১২.২৯: ত্রিশূল ফর্মেশনে আকাশে গর্জে উঠল সুখোই-৩০। 

বেলা ১২.২৪: ক্ষমতা প্রদর্শন করল সুখোই-৩০ -ও। উড়ল মিগও।

বেলা ১২.২০: বায়ুসেনার ‘ফ্লাইপাস্ট’। আকাশপথে শক্তি প্রদর্শন অ্যাপাচি, চিনুক কপ্টারের। ক্ষমতা প্রদর্শন পণ্যবাহী কপ্টারেরও। 

বেলা ১২.১৪. আধা সামরিক বাহিনীর মহিলা আধিকারিকদের ‘ডেয়ার ডেভিল বাইক স্টাট’ কর্তব্যপথে। 

সকাল ১২.০২: সংস্কৃতি মন্ত্রকের ট্যাবলোয় ‘এক টুকরো ভারত’-বন্দে ভারতম। বিভিন্ন রাজ্যে নাচ-গানের প্রতিফলন। 

সকাল ১১.৫২: জি-২০ সম্মেলন, নতুন সংসদ ভবন, নেতাজি সুভাষের নতুন মূর্তির ট্যাবলোও প্রদর্শন করা হল। 

সকাল ১১.৪৪: কর্তব্যপথে ‘রামমন্দির’। উত্তরপ্রদেশের ট্যাবলোয় ‘রামমন্দিরে’র প্রতিফলন। 

 

সকাল ১১.৩০: ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল-সহ মোট ২৫টি ট্যাবলো প্রদর্শন দিল্লিতে। অরুণাচল, হরিয়ানা, মণিপুর-সহ বহু রাজ্যের ট্যাবলোয় মহিলা শক্তির জয়জয়কার।

সকাল ১১,২২: কর্তব্যপথের কুচকাওয়াজে প্রথমবার দিল্লির পুলিশের অংশগ্রহণ। কুচকাওয়াজে মহিলা বাহিনী।

 

সকাল ১১.২২: সশস্ত্র সীমা বলের মহিলা বাহিনীর শক্তি প্রদর্শন। 

সকাল ১১.১৯: কুচকাওয়াজে অংশ নিয়েছেন সিআরপিএফের মহিলা বাহিনীও। 

সকাল ১১.১৮: আধা সামরিক বাহিনী সিআইএসএফের-ও মহিলা ব্যান্ডের শক্তি প্রদর্শন। 

সকাল ১১.১৬: এই প্রথমবার কর্তব্যপথে বিএসএফের মহিলা মহিলা কন্টিনজেন্টের কুচকাওয়াজ। রয়েছেন ১৪৪ জন মহিলা জওয়ান। নেতৃত্বেও ছিলেন মহিলা লেফটেন্যান্ট।  

সকাল ১১.১৫: ডিআরডিও, নৌসেনা ও বায়ুসেনার ট্যাবলোয় মহিলাদের অংশীদারিত্বের প্রতি সম্মান প্রদর্শন। ট্যাবলোয় ছিলেন মহিলা আধিকারিকরা। 

সকাল ১১.০৪: কর্তব্যপথে প্রথমবার কুচকাওয়াজে তিন বাহিনীর মহিলা কন্টিনজেন্টের। 

 

সকাল ১০.৫৫: রেড রোড পাশাপাশি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। 

সকাল ১০.৫৩: রেড রোডে সেফ ড্রাইভ, সেভ লাইফের ট্যাবলো প্রদর্শন। 

সকাল ১০.৫০: কর্তব্যপথে শক্তি প্রদর্শন ভারতের। ট্যাঙ্ক টিএস ভীষ্ম, নাগ মিসাইলের, বিএমবি ২.২ , দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপনাস্ত্র পিনাকা রকেট সিস্টেমের ক্ষমতা প্রদর্শন। 

 

সকাল ১০. ৪৮: দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজে ৩০ সদস্যের ফরাসি বাহিনীর মিলিটারি ব্যান্ড। 

 

সকাল ১০.৪৫: রেড রোডের কুচকাওয়াজে নৌবাহিনীর কন্টিনজেন্টের পুরোভাগে মহিলা লেফটেন্যান্ট। যা ইতিহাসে প্রথমবার। 

সকাল ১০.৪৪: হেলিকপ্টার থেকে দর্শকদের উপর পুষ্পবৃষ্টি।

সকাল ১০.৪২: রেড রোডেও চলছে কুচকাওয়াজ। রয়েছেন মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

সকাল ১০.৪০: দিল্লির কর্তব্যপথে ১০০ মহিলা শিল্পীর বিশেষ অনুষ্ঠান। বাজছে শঙ্খ, কাড়া-নাকারা, ঢোল, খোল-সহ একাধিক বাদ্যযন্ত্র।

সকাল ১০.৩৭: কর্তব্যপথে জাতীয় পতাকার উত্তোলন করলেন রাষ্ট্রপতি।  

 

সকাল ১০.৩৫: দেশের তিন বাহিনীর প্রধানের সঙ্গে পরিচয় পর্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সকাল ১০.৩৪: এই প্রথমবার সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে আকাশে চক্কর কাটবে দেশীয় যুদ্ধবিমান তেজস। 

সকাল ১০.২৮: কলকাতার রেড রোডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সকাল ১০.২৭: কর্তব্যপথে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সঙ্গে রয়েছেন প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগেই পৌঁছে গিয়েছেন সস্ত্রীক উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সকাল ১০.২৬: আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক আর বিমলা আইএএস। সঙ্গে ছিলেন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।

সকাল ১০.২১: সাধারণতন্ত্র দিবসে ভারতীয়দের অভিনব শুভেচ্ছা রুশ দূতাবাসের। বলিউডি গান ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ -এ পা মেলালেন দূতাবাসের আধিকারিক, কর্মী, তাঁদের পরিবারের সদস্যরা।

 

সকাল ১০.১৯: রাষ্ট্রপতি ভবন থেকে বের হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

সকাল ১০.১৭: কর্তব্য পথের দিকে রওনা দিলেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। 

সকাল ১০.০৭: অমর জওয়ান জ্যোতিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী। 

 

সকাল ৯.৪০: ৭৫ বছরের সাধারণতন্ত্র দিবসের ইতিহাসে প্রথমবার। কুচকাওয়াজে অংশ নেবেন ১০০ মহিলা শিল্পী। তাঁদের হাত ধরেই দিল্লির রাজপথে শুরু হবে কুচকাওয়াজ। শঙ্খধ্বনি, নাগাড়া বাজিয়ে শুরু করবে উদযাপন। প্রথমবার অংশ নেবে মহিলা বাহিনীও। 

সকাল ৯.৩৭: এবারের সাধারণতন্ত্র দিবসের দুই থিম- ‘বিকশিত ভারত’ ও ‘ভারত-লোকতন্ত্র কি মাতৃকা’। এবার রাজধানীর রাজপথে কুচকাওয়াজে উপস্থিত থাকছেন ১৩ হাজার অতিথি।

সকাল ৯.৩০: সাধারণতন্ত্র দিবসে ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, আগামী ৬ বছরের মধ্যে সেদেশে ৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে পড়াশোনার সুযোগ দেওয়া হবে।

সকাল ৯.২০: রাজ্যে রাজ্যে উত্তোলিত হচ্ছে জাতীয় পতাকা। গোয়া, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রীরা। 

 

সকাল ৯.০৮: বরফে মোড়া পাহাড়ে জাতীয় পতাকা উত্তোলন আইটিবিপির ‘হিমবীর’ জওয়ানদের। 

 

সকাল ৯.০২: দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

সকাল ৯.০০: দেশজুড়ে ৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন। দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement