Advertisement
Advertisement

নিরাপত্তার ঘেরাটোপে রাজধানীতে উদযাপন সাধারণতন্ত্র দিবস

সাধারণতন্ত্র দিবস পালনে রাজধানীর রাজপথে জনঢল।

Republic Day celebration in Delhi
Published by: Sucheta Sengupta
  • Posted:January 26, 2019 9:18 am
  • Updated:January 26, 2019 11:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   স্বাধীন দেশের প্রথম সংবিধান তৈরি, তার প্রয়োগ। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসনমুক্ত ভারতের জন্ম ইতিহাসের ঠিক যতটা মহিমান্বিত অধ্যায়, ১৯৫০ সালের ২৬ জানুয়ারিও তেমনই একটি। এই দিন থেকেই স্বাধীন দেশে সংবিধান চালুর মাধ্যমে গণতন্ত্রের ভিত স্থাপিত হয়েছিল। আজ  সেই ঐতিহাসিক মুহূর্তের ৭০ তম বার্ষিকী উদযাপন। দেশজুড়ে পতাকা উত্তোলন, কুচকাওয়াজের মাধ্যমে পালিত সাধারণতন্ত্র দিবস।

রাজধানী দিল্লিতে ৭০ তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয় বিজয় চক থেকে। সেখান থেকে কুচকাওয়াজ রাজপথ, তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ, নেতাজি সুভাষ মার্গ ধরে, ৮ কিলোমিটার পথ পরিক্রমা শেষ লাল কেল্লার কাছে। সেখানে মূল মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়া গেটের কাছে শহিদদের স্মৃতিসৌধ অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান করে তিনি অনুষ্ঠানের সূচনা করেন। সঙ্গে থাকছেন এবছর ২৬ জানুয়ারি অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। রয়েছেন দেশবিদেশের কয়েকজন অতিথি, সস্ত্রীক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। লাল কেল্লার কাছে দেশের বিভিন্ন রাজ্যের অন্তত ২২টি ট্যাবলো প্রদর্শিত হয়।  সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে পা মিলিয়ে মঞ্চে উঠলেন নরেন্দ্র মোদি, রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ এবং সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত। গলা মেলালেন জাতীয় সঙ্গীতের সুরে।

Advertisement

modi-tribute

                                              ৭০ তম সাধারণতন্ত্র দিবসে শহরে ‘গোলাকৃতি’ নিরাপত্তার বন্দোবস্ত

এবারের অনুষ্ঠানে বেশ কিছু চমক রয়েছে। দেশের নারীশক্তিতে আরও এগিয়ে দেওয়ার লক্ষ্যে মহিলাদের জন্য পৃথক কুচকাওয়াজের দল অংশ নিচ্ছে অনুষ্ঠানে। সেনাবাহিনীতে কর্তব্যরত মহিলা কমান্ডোদের দেখা যায় প্যারেডে। নেতৃত্বে আসাম রাইফেলসের তরফে মহিলা দল। নেতাজির তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিশিষ্ট মানুষজন এবারই প্রথম অংশ নিলেন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে। রয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে একটি দল। দ্রুতগামী ট্রেন T18এর প্রদর্শনীর পাশাপাশি সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারের ঢুকে পড়া নতুন সদস্য মার্কিন আলট্রা লাইট হাউৎজার M777এর দেখা মিলল রাজধানীর অনুষ্ঠানে। প্রদর্শিত হল আর্টিলারি গান K-9 বজ্র। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং যে কোনও রকম নাশকতা রুখতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। রয়েছে কমান্ডো, স্নাইপারবাহিনী, অ্যান্টি-এয়ারক্রাফট গান, শার্পশুটারদের দল। ২০০টি সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে এদিন সকাল থেকেই রাজপথে ভিড় করেছেন আমজনতা। দেশবাসীকে টুইটারে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement