দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩তম সাধারণতন্ত্র দিবস। কোভিডবিধি মেনেই এবারও দিল্লির রাজপথে কুচকাওয়াজ। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেই কোনও বিদেশি অতিথি। কাটছাঁট হয়েছে অনুষ্ঠানেও। কলকাতার রেড রোডেও কোভিডবিধি মেনে কুচকাওয়াজ।
দুপুর ৩.১৫: ভারতকে সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানাল ব্রিটেন। সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “ভারত-ব্রিটেনের সম্পর্ক অনেক পুরনো। এই বিশেষদিনে ভারতবাসীকে শুভেচ্ছা জানাতে চাই।”
The UK & India are tied by bonds that span over decades, through generations & across some of the greatest challenges we’ve faced. I want to send my best wishes from the UK to the people of India and to all British Indians, on India’s #RepublicDay: UK PM Boris Johnson
(File pic) pic.twitter.com/nxqnLj9InK
— ANI (@ANI) January 26, 2022
দুপুর ২.১৫: সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে কেন্দ্রকে খোঁচা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। টুইটারে শুভেচ্ছাবার্তার সঙ্গে ছিল অমর জওয়ান জ্যোতির ছবি। এই সৌধের আগুন মিশিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সঙ্গে। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।
1950 में गणतंत्र दिवस पर हमारे देश ने विश्वास के साथ सही दिशा में पहला क़दम बढ़ाया था। सत्य और समानता के उस पहले क़दम को नमन।
गणतंत्र दिवस की शुभकामनाएँ।
जय हिंद! pic.twitter.com/EA5ygwjwDD
— Rahul Gandhi (@RahulGandhi) January 26, 2022
দুপুর ২.১২: পুঞ্চে পতাকা উত্তোলন করল ভারতীয় সেনা।
J&K: Indian Army jawans, deployed at LoC in Poonch, unfurled the national flag on #RepublicDay pic.twitter.com/UY8UHL8phF
— ANI (@ANI) January 26, 2022
দুপুর ১.৪০: শ্রীনগরের লালচকে উড়ল তেরঙ্গা।
Jammu & Kashmir: The national flag unfurled at Lal Chowk in Srinagar, on #RepublicDay pic.twitter.com/hFdocY4Ekk
— ANI (@ANI) January 26, 2022
দুপুর ১.৩৫: শ্রীনগরের জিরো ব্রিজে উত্তোলিত হল জাতীয় পতাকা।
Jmmu & Kashmir: The national flag unfurled at Zero Bridge in Srinagar on #RepublicDay pic.twitter.com/C5nqFt0aZM
— ANI (@ANI) January 26, 2022
দুপুর ১.৩০: অবসর নিল রাষ্ট্রপতির ঘোড়সওয়ারি বাহিনীর গর্ব ‘বিরাট’। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাকে বিদায় জানান।
President’s Bodyguard horse Virat retires from service today. It was given the Chief of the Army Staff Commendation Medal this year.
President Kovind, PM Modi and Defence Minister Rajnath Singh bid him farewell on the occasion
(Pic source: President of India) pic.twitter.com/L7G2OTpJJn
— ANI (@ANI) January 26, 2022
সকাল ১১.৫৪: দেশের বৃহত্তম ফ্লাইপাস্ট শুরু। দিল্লির আকাশে কারিকুরি দেখাচ্ছে ৭৫ এয়ার ক্রাফ্ট এবং কপ্টার।
#WATCH The cockpit view of the Rudra formation led by Col Sudipto Chaki of 301 Army Aviation Special Operations Sqn with National Flag comprising two Dhruv helicopters and two ALH Rudra Helicopters#RepublicDayParade
(Video source: Ministry of Defence) pic.twitter.com/2Hac9YbPqb
— ANI (@ANI) January 26, 2022
সকাল ১১.৪৩: এই প্রথমবার, সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথের কুচকাওয়াজে অংশ নিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তাঁদের থিম ছিল, ‘উড়াল’ প্রকল্প। যার মাধ্যমে স্বল্প খরচে দেশের বিভিন্ন ছোট ছোট শহরকে বিমানপথে যুক্ত করা হচ্ছে।
সকাল ১১.৩৫: দিল্লির রাজপথে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান প্রদর্শন কেন্দ্রের। নগরান্নয়ন মন্ত্রকের তরফে তৈরি করা হয়েছিল বিশেষ ট্যাবলো। সেখানে তাঁর আবক্ষ মূর্তির পাশাপাশি বিভিন্ন সময়ে তাঁর অবদান তুলে ধরা হয়েছিল। সঙ্গে শোনা গেল নেতাজির কণ্ঠস্বরও।
সকাল ১১.১৫: দিল্লির রাজপথে বিভিন্ন রাজ্যের ট্যাবলো প্রদর্শন চলছে।
Uttarakhand tableau at the 73rd Republic Day parade depicts Hemkund Sahib Gurudwara, Dobra-Chanti Bridge and Badrinath Temple pic.twitter.com/3d3QAjAZxO
— ANI (@ANI) January 26, 2022
The tableau of Gujarat showcases the theme of the ‘tribal movement of Gujarat’.
The front part of the tableau represents the freedom fighting spirits of tribals’ ancestors. #RepublicDayIndia pic.twitter.com/4eAlARpjf9
— ANI (@ANI) January 26, 2022
সকাল ১১.০৩: সেনার নয়া উর্দি পরে দিল্লির কুচকাওয়াজে অংশ নিল প্যারাসুট রেজিমেন্ট।
Parachute Regiment attired in the new combat uniform of the Indian Army and carrying weapon Tavor Assault rifles at the #RepublicDay parade pic.twitter.com/OFytkRjEew
— ANI (@ANI) January 26, 2022
সকাল ১১.০০: দিল্লির কুচকাওয়াজ থেকে বাদ পড়েছিল বাংলার তৈরি নেতাজির ট্যাবলোর। রেড রোডে প্রদর্শিত হল সেই ট্যাবলো।
সকাল ১০.৪৭: কুচকাওয়াজ রেজিমেন্টের একেবারে অগ্রভাগে রয়েছে রাজপুত রেজিমেন্ট।
সকাল ১০.৪৫: দিল্লির রাজপথে রয়েছে সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক, পিটি-৭৬, অর্জুন এমকে-ওয়ান ট্যাঙ্কও।
Detachments of Centurion Tank, PT-76, MBT Arjun MK-I, and APC Topaz participate in the #RepublicDay parade at the Rajpath in Delhi. pic.twitter.com/dKUJTS0QFT
— ANI (@ANI) January 26, 2022
সকাল ১০.৪০: দিল্লির রাস্তায় ক্ষমতা প্রদর্শন করল ভারতে তৈরি হাউৎজার এমকে-ওয়ান বন্দুক।
75/24 Pack Howitzer MK-I indigenously developed gun system in front of the saluting dais during Republic Day parade at Rajpath pic.twitter.com/ItwOYciFBi
— ANI (@ANI) January 26, 2022
সকাল ১০.৩০: দিল্লির রাজপথে শুরু কুচকাওয়াজ। কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Delhi | Four Mi-17V5 helicopters of the 155 Helicopter Unit flying in a wineglass formation at Republic Day parade pic.twitter.com/xrJ2HQ4f1c
— ANI (@ANI) January 26, 2022
সকাল ১০.২৬: বিজয়চকে পৌঁছলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
Delhi: President Ram Nath Kovind arrives at the Rajpath; #RepublicDayParade to begin shortly.#RepublicDay pic.twitter.com/0Zc4czINwK
— ANI (@ANI) January 26, 2022
সকাল ১০.২৩: কলকাতার রেড রোডে উদযাপিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস। সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ১০.২১: দিল্লির বিজয়চকে হবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ। সেই অনুষ্ঠানস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য অতিথিরা। রয়েছেন তিন বাহিনীর প্রধানও।
সকাল ১০.১৪: সাধারণতন্ত্র দিবসে সীমান্তে সৌজন্য। রীতি মেনে আটারি-ওয়াঘা সীমান্তে মিষ্টি বিনিময় করলেন ভারত ও পাক সেনা ।
Border Security Force & Pakistan Army exchange sweets and greetings at Attari-Wagah border on India’s 73rd Republic Day pic.twitter.com/SZxooZZhkU
— ANI (@ANI) January 26, 2022
সকাল ১০.০৫: ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Delhi | Prime Minister Narendra Modi lays wreath at the National War Memorial on 73rd #RepublicDay pic.twitter.com/tQZiHlTTqA
— ANI (@ANI) January 26, 2022
সকাল ৯.৪৫: সংসদে জাতীয় পতাকা উত্তোলন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
Delhi | Lok Sabha Speaker Om Birla unfurls the national flag on the 73rd #RepublicDay pic.twitter.com/FsYE1gpxUR
— ANI (@ANI) January 26, 2022
সকাল ৯.৩৭: বিধানসভায় পতাকা উত্তোলন করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
সকাল ৮.৫৫: দিল্লিতে বিজেপির সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
Maharashtra: RSS’ Nagpur Mahanagar sanghchalak Rajesh Loya unfurls the national flag at RSS Headquarters in Nagpur. pic.twitter.com/IBvRG8isCS
— ANI (@ANI) January 26, 2022
সকাল ৮.৪০: নাগপুরে আরএসএসের সদর দপ্তরে উত্তোলিত হল জাতীয় পতাকা।
Maharashtra: RSS’ Nagpur Mahanagar sanghchalak Rajesh Loya unfurls the national flag at RSS Headquarters in Nagpur. pic.twitter.com/IBvRG8isCS
— ANI (@ANI) January 26, 2022
সকাল ৮.৩৫: দিল্লির রাজপথে অনুষ্ঠিত কুচকাওয়াজে দেখা যাবে সীমান্তবর্তী শহর বসিরহাটের এনসিসি ইউনিটের দুই পড়ুয়াকে- সুইটি শীল ও ইজাজুল হক। খুশির হাওয়া বসিরহাট কলেজের এনসিসি ইউনিটের ছাত্রছাত্রীদের মধ্যে। ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিতে দেখা যাবে সুইটিকে। আর ২৮ জানুয়ারি দেশের প্রধানমন্ত্রীর ব়্যালিতে গার্ড অব অনারে থাকবেন ইজাজুল।
সকাল ৮.২৫: মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার মধ্যে ১৫ হাজার ফুট উচ্চতায় উত্তোলিত হল ভারতীয় পতাকা। লাদাখের প্রতিকূল পরিস্থিতিতে সাধারণতন্ত্র দিবস উদযাপন করছেন আইটিবিপির জওয়ানরা।
#WATCH | ‘Himveers of Indo-Tibetan Border Police (ITBP) celebrate #RepublicDay at 15000 feet altitude in -35 degree Celsius temperature at Ladakh borders.
(Source: ITBP) pic.twitter.com/JvHchY99AE
— ANI (@ANI) January 26, 2022
সকাল ৮.০০: নেপালের তরফে ভারতবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন সে দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী।
Nepal President Bidya Devi Bhandari, PM Sher Bahadur Deuba, & Foreign Minister Dr. Narayan Khadka, extend felicitations on the occasion of the 73rd #RepublicDayIndia pic.twitter.com/ZKZVjh6oBc
— ANI (@ANI) January 26, 2022
সকাল ৭.৪০: ৭৩তম সাধারণতন্ত্র দিবসে সবচেয়ে বড় ‘ফ্লাইপাস্টের’ সাক্ষী থাকবে দেশবাসী। এবার দিল্লির আকাশে কারিকুরি দেখাবে বায়ুসেনার ৭৫টি বিমান এবং কপ্টার। দিল্লির রাজপথে অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
সকাল ৭.৩০: দেশবাসীকে ৭৩ তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
आप सभी को गणतंत्र दिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद!
Wishing you all a happy Republic Day. Jai Hind! #RepublicDay
— Narendra Modi (@narendramodi) January 26, 2022
সকাল ৭.১৫: কোভিডবিধি মেনে এবার দিল্লির রাজপথে কুচকাওয়াজ। দিল্লি পুলিশের নিয়ম অনুযায়ী দিল্লি অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন না ১৫ বছরের কম বয়সিরা। টিকার দু’টি ডোজ না নেওয়া থাকলে প্রবেশের অনুমতি নেই প্রাপ্তবয়স্কদেরও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.