Advertisement
Advertisement

Breaking News

medicine price

ভোটের মুখে ওষুধের দাম বাড়ার খবর বিভ্রান্তিকর! বিবৃতি কেন্দ্রের

এপ্রিল মাস থেকে বেড়েছে ওষুধের দাম।

Reports on big hike in medicine price is false, says Centre

প্রতীকী ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:April 3, 2024 9:16 pm
  • Updated:April 3, 2024 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিল মাস থেকে দাম বেড়েছে ৮০০ ওষুধের। কদিন ধরেই শোনা যাচ্ছে এই খবর। তবে এই বিষয়টিকে একেবারে ভুয়ো বলে উড়িয়ে দিল কেন্দ্র। বুধবার কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ওষুধের দাম বাড়ার খবর একেবারেই বিভ্রান্তিকর।

দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির (NPPA) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১ এপ্রিল সোমবার থেকে অ্যান্টিবায়োটিক, পেইনকিলার-সহ প্রায় ৮০০ রকমের ওষুধের (Medicine) দাম বাড়ানো হয়েছে। এই তালিকায় রয়েছে ডায়াবেটিস ও প্রেশারের মতো জীবনদায়ী ওষুধও। সংস্থার দাবি, শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীন উপদেষ্টামণ্ডলীর সুপারিশ মেনেই ওষুধের নতুন দাম নির্ধারিত করা হয়েছে। জরুরি ওষুধের তালিকায় থাকা ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বাড়ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘দেশের স্বার্থে সংবিধান বদলাতে হবে’, বিজেপি প্রার্থীর ভিডিও ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি

প্রসঙ্গত, গত বছরেই বহু ওষুধের দাম অন্তত ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে দাম বেড়েছিল ১০ শতাংশ। এহেন পরিস্থিতিতে খবর ছড়ায়, চলতি বছরেও নাকি ১২ শতাংশ বেড়েছে ওষুধের দাম। তাতেই ক্ষিপ্ত অসুস্থ ব্যক্তিদের পরিবারগুলো। বারবার এভাবে ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি দেন মেডিকেল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র।

লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে ওষুধের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার কয়েকদিন পরেই বিশেষ বিবৃতি জারি করেছে কেন্দ্র। বুধবার সাফ জানিয়ে দেওয়া হয়, “বেশ কয়েকটি সংবাদমাধ্যম ওষুধের দাম নিয়ে নানা রিপোর্ট প্রকাশ করেছে। তাদের দাবি, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে ওষুধের দাম ১২ শতাংশ বাড়বে। তাদের দাবি, অন্তত ৫০০টি ওষুধের দাম বেড়ে যাবে। কিন্তু এই রিপোর্ট ভুয়ো, বিভ্রান্তিকর।” তবে ওষুধের দাম বেড়েছে সেই বিষয়টি মেনে নিয়েছে কেন্দ্র। কিন্তু ০.০০৫৫ শতাংশ বেড়েছে ওষুধের দাম।

[আরও পড়ুন: মহিলার নামে অ্যাকাউন্ট খুলে আপত্তিকর ছবি পোস্ট, পুলিশ ডাকতেই থানায় আত্মহত্যার চেষ্টা যুবকের!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement