সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় তিনি দিব্যি বলে দিতে পারেন ‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’ তবে বাস্তব জীবনে গল্প আলাদা। কারণ, চতুর্থ দফার নির্বাচনের আগেই আইনি বিপাকে আল্লু অর্জুন (Allu Arjun)। দাক্ষিণাত্যের সুপারস্টারের বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে অভিযোগ।
কিন্তু কী এমন করলেন আল্লু অর্জুন? জানা গিয়েছে, আল্লুর পাশাপাশি জগন রেড্ডির YSRCP দলের বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধেও নির্বাচনের বিধি ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার অন্ধ্রপ্রদেশের নান্দিওয়ালায় রবির বাড়িতে গিয়েছিলেন আল্লু। সুপারস্টার আসার খবর পেয়েই সেখানে ভিড় জমে যায়। অসংখ্য মানুষ ভিড় করেন। এদিকে আগামিকাল অর্থাৎ সোমবার চতুর্থ দফার নির্বাচন। তার আগে এমন জমায়েতের অনুমতি নেই। সেই কারণেই এই অভিযোগ।
আল্লু অর্জুন ও রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নান্দিওয়ালা গ্রামীণ এলাকার ডেপুটি তহসিলদার পি রামাচন্দ্র রাও। ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগও জানানো হয়েছে। এদিকে রবির বাড়ি থেকে বেরিয়েই আল্লু বলেছিলেন, “আমি নিজে থেকেই এসেছি। আমার বন্ধুরা যে পেশাতেই থাক না কেন যদি তাঁদের আমাকে প্রয়োজন হয় তাহলে আমি অবশ্য তা করব। তার মানে এই নয় যে আমি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে সাপোর্ট করছি।”
#BreakingNews प्रचार करेगा लेकिन झुककर नही पुष्पराज,
जब पुष्पा राज आंध्रप्रदेश के नांदयाल में #YSRCP के लिए प्रचार करने पहुंचे !!पुष्पा के स्वागत में उमड़ा लोगों का हुजूम !!
ऐसी दीवानगी देखी नहीं कहीं !!#ViralVideos #pushparaaj #alluarjun #PublicNews #publiccity pic.twitter.com/hHBMB9M7zW— Chandra prakash shukla(journlist) (@Chandra16596690) May 12, 2024
আইনি বিষয় নিয়ে তারকার এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই ছবির টিজার ও একটি গান প্রকাশ্যে এসেছে। তাতে এই উৎসাহ যেন আরও দশ গুণ বেড়ে গিয়েছে। শুধু হিন্দি তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ভাষাতেই নয় বাংলাতেও পুষ্পার গানটি বেশ জনপ্রিয় হয়েছে। শ্রীজাতর লেখা কথায় বাংলাতে গানটি গেয়েছেন তিমির বিশ্বাস। আগামী ১৫ আগস্ট সিনেমা হলে আসছে ‘পুষ্পা ২: দ্য রুল’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.