Advertisement
Advertisement

আলওয়ারে গো-রক্ষকদের হামলা ঘটেইনি, রাজ্যসভায় দাবি নকভির

এই ঘটনায় বিরোধীদের প্রবল আক্রমণের মুখে পড়ে বিজেপি৷

Reported attack by cow vigilantes in Alwar never happened, says BJP leader Naqvi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 6, 2017 11:00 am
  • Updated:December 17, 2019 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের আলওয়ারে গো-রক্ষকদের হামলায় একজনের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল রাজ্যসভা৷ এই ঘটনায় বিরোধীদের প্রবল আক্রমণের মুখে পড়ে বিজেপি৷এই বিষয়ে এদিন প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি সাফ জানিয়ে দেন, এমন কোনও ঘটনা আদপে ঘটেইনি৷

এদিন কংগ্রেস সাংসদ মুধুসূদন মিস্ত্রী অভিযোগ করেন, আলওয়ারে প্রকাশ্যে গাড়ি থামিয়ে একজনকে নৃশংসভাবে খুন করে গোরক্ষকরা৷ তারই জবাবে  সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী নকভি বলেন, এমন কোনও ঘটনা ঘটেইনি৷ যে রিপোর্ট নিয়ে এত আলোচনা হচ্ছে তা খারিজ করে দিয়েছে রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার৷ তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল৷ এর অঙ্গে জড়িত রয়েছে কোটি কোটি মানুষের আবেগ৷ তাই এমন কোনও বার্তা যাওয়া উচিত নয় যে এই ঘটনাকে আমরা সমর্থন করি৷

এই বক্তব্যের পর নকভির বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷ তিনি বলেন যে নাকভি কোনও খোজই রাখেন না৷ বিদেশের সংবাদপত্রে আলওয়ারের ঘটনা প্রকাশিত হয়েছে তা কি করে অস্বীকার করছেন নকভি৷ এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধীও৷

উল্লেখ্য, শনিবার রাজস্থানের আলওয়ার রাজপথে একটি গরু বোঝাই গাড়ি নিয়ে যাচ্ছিলেন পেহেলু-সহ ৬ জন৷ তখনই মাঝপথে গাড়ি থামিয়ে ১০-১৫ জনের একটি দল তাঁদের উপর চড়াও হয়৷ গরু পাচারকারী সন্দেহে বেধড়ক মারধর করা হয় তাঁদের৷ তারপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সোমবার মৃত্যু হয় পেহেলু খানের৷

[পাবলিক টয়লেটে সমানাধিকার পাবেন তৃতীয় লিঙ্গের মানুষ, জানাল কেন্দ্র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement