Advertisement
Advertisement

দেশে লাফিয়ে বাড়ছে শিশু পাচারের সংখ্যা, সমীক্ষার রিপোর্টে উদ্বেগ

শিশুচোর গুজব খতিয়ে দেখার নির্দেশ৷

Report says, Child kidpanned incresed in 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2018 6:11 pm
  • Updated:July 8, 2018 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বড়সড় সমস্যা হয়ে দেখা দিয়েছে শিশু পাচার৷ সদ্য প্রকাশিত এক রিপোর্টের তথ্য বলছে, ২০১৬ সালে ওই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার ৭২৩৷  গতবছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি৷ হাজার হাজার শিশু পাচার হলেও মাত্র ৪০.৪ শতাংশ ঘটনার মামলা রুজু হয়েছে৷ পুলিশের কাছে দাখিল হয়েছে চার্জশিট৷ সুবিচার পান মাত্র ২২.৭ শতাংশ অভিযোগকারী৷

রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে দেশ জুড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে ১৫ হাজার ৩৭৯ জন পাচার হয়ে গিয়েছেন৷ তার মধ্যে ৮,১৩২টি ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ উদ্ধারের সংখ্যাও খুব একটা আশাব্যঞ্জক নয়৷ তথ্য অনুযায়ী, নেপালে অহরহই ঘটছে পাচারের মতো ঘটনা৷ পাচারকারীরা ঘাঁটি গেড়েছে বাংলাদেশেও৷

Advertisement

[চাইল্ড পর্ন দেখলে বা ছড়িয়ে দিলে হতে পারে জেল, নয়া আইনের ভাবনা কেন্দ্রের]

সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালে শিশুপাচারের সংখ্যা ছিল ৪১ হাজার ৮৯৩৷ তার ঠিক পরের বছর শিশুপাচারের সংখ্যা কমে দাঁড়ায় ৩৭ হাজার ৮৫৪৷ শিশুপাচারের পাশাপাশি শিশুদের ওপর যৌন হেনস্তা-সহ নানা অপরাধের সংখ্যাও ক্রমশই বাড়ছে৷ ১ লক্ষ ৬ হাজার ৯৫৮টি শিশু হেনস্তার রিপোর্ট মা পড়েছিল ২০১৬ সালে৷ ২০১৫ সালে সংখ্যাটা ছিল আরও কম৷ ২০১৬সালে শিশুপাচার  ও হেনস্থার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত সংশ্লিষ্ট মন্ত্রক৷

[২৮০ শিশুজন্মের কোনও হদিশ নেই, প্রশ্নের মুখে মাদার টেরিজার সংস্থা]

শিশুপাচারকারী গুজবে গণপিটুনির মতো নৃশংস ঘটনাই এখন শিরোনামে৷ গত দু’মাসে অন্তত ২০ জন এই ঘটনার সাক্ষী রয়েছেন৷ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কয়েকজন৷ ঘটনাস্থল হিসাবে উঠে এসেছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা ও অসমের বেশ কিছু প্রত্যন্ত এলাকার নাম৷ তবে সমীক্ষা রিপোর্ট হাতে আসার পরই এই ঘটনাগুলি আদৌ গুজব কিনা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ শুধু গুজব বলে উড়িয়ে না দিয়ে প্রশাসনিক তদন্ত করে গোটা ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে৷ অনেকের মতে, শিশু পাচারের মত ঘটনার অভিযোগ দায়ের কম হলেও, অহরহই ঘটছে এই ঘটনা৷ অনেক ক্ষেত্রে নিজেদের হাতে আইন তুলে নেওয়ায় ঘটছে গণপিটুনির মতো ঘটনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement