Advertisement
Advertisement
Gujarat Bridge Collapsed

Morbi Bridge Collapse: দুর্ঘটনার দিন ৩ হাজারের বেশি টিকিট বিক্রি, মোরবি সেতুকাণ্ডে ফের প্রকাশ্যে গাফিলতির তত্ত্ব

বিজেপি ঘনিষ্ঠ হওয়ায় মোরবি বিপর্যয়ের দোষীরা শাস্তি পাচ্ছে না, অভিযোগ রাহুল গান্ধীর।

Report Says, 3,165 Tickets Issued On Day Gujarat Bridge Collapsed | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 22, 2022 4:54 pm
  • Updated:November 22, 2022 4:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগে গুজরাটের (Gujarat) মোরবিতে (Morbi Bridge Collapse) সেতু ভেঙে পড়ে ১৪১ জনের মৃত্যুর ঘটনায় হাই কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে মোরবি পুর প্রশাসন। গাফিলতির আরও এক প্রমাণ মিলল এবার। এদিন জেলা আদালতে সেতু বিপর্যয়ের শুনানিতে সরকারি আইনজীবী জানান, ৩০ অক্টোবর দুর্ঘটনার দিন ৩ হাজার ১৬৫টি টিকিট বিক্রি করেছিল সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা। বিপুল পরিমাণ টিকিট বিক্রির কথা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য পড়ে গিয়েছে।

গত ৩০ অক্টোবর গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর উপরে ব্রিটিশ আমলের কেবল সেতু ভেঙে পড়ে। সেই মুহূর্তে ব্রিজে প্রায় ৫০০ জন ছিলেন বলে জানা গিয়েছিল। রাতভর উদ্ধার অভিযান চালিয়ে প্রায় ১৪০ জনের দেহ উদ্ধার হয়েছিল। এর পরেই সেতুটির রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। জানা গিয়েছিল, সেতু রক্ষণাবেক্ষণের জন্য ওরেভা সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। গত কয়েক মাস ধরে সেতু মেরামতের কাজ চলছিল। এর পরেই তা জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। যদিও কোনও ফিটনেস সার্টিফিকেট ছিল না সংস্থার কাছে। তখনই বিরোধীরা অভিযোগ করেন, বিধানসভা ভোটের লোভে বিপজ্জনক অবস্থাতে সেতু খুলে দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘ডবল ইঞ্জিন সরকারের ডবল সুবিধা’, ৭১ হাজার বেকারকে নিয়োগপত্র দিয়ে দাবি মোদির]

উৎসবের আবহে সেদিন যে সেতুতে ওঠার বিপুল টিকিট বিক্রি হয়েছিল তা আগেই জানা গিয়েছিল। একসঙ্গে শ-পাঁচেক লোক ব্রিজে ওঠায় বিপত্তি ঘটে। মঙ্গলবার জেলা আদালতে সরকার পক্ষের আইনজীবী জানালেন, ৩০ অক্টোবর টিকিট বিক্রি হয়েছিল ৩, ১৬৫টি। উল্লেখ্য, বহন ক্ষমতা অনুযায়ী সেতুটিতে একসঙ্গে ১২৫ জন উঠতে পারেন। তা ২০০ জন ডিঙিয়ে গেলে বিপদের সম্ভাবনা অবধারিত। যা সেদিন ঘটেও।

[আরও পড়ুন: ২ বছর কাজ করে আজীবন পেনশন মন্ত্রী-কর্মীদের! আপত্তি রাজ্যপালের, নয়া বিতর্ক কেরলে]

এদিকে মঙ্গলবার গুজরাটে ভোট প্রচারে গিয়ে মোরবি সেতু বিপর্যয় নিয়ে বিজেপিকে (BJP) তোপ দাগলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাজকোটের (Rajkot) সভায় কংগ্রেস (Congrerss) নেতা বলেন, অসংখ্য মানুষের মৃত্যুর পরেও মোরবির প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে না, যেহেতু তাঁরা বিজেপির ঘনিষ্ঠ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement