সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ধনীতম বিধায়কের সম্পত্তির পরিমাণ ৩৪০০ কোটি টাকা! অন্যদিকে দেশের দরিদ্রতম বিধায়কের সম্বল মাত্র ১৭০০ টাকা। এমন পরিসংখ্যান উঠে এল একটি সমীক্ষার রিপোর্টে। ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪ হাজার ৯২ জন বিধায়কের সম্পত্তির বিবরণের উপর সমীক্ষা চালানো হয়েছে। তার ভিত্তিতেই জানা গিয়েছে, ধনীতম বিধায়কের প্রথম ১০ জনের মধ্যে চারজনই অন্ধ্রপ্রদেশের।
বিধায়কদের সম্পত্তির বিবরণ নিয়ে সমীক্ষা চালিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামে একটি সংস্থা। তাদের রিপোর্ট অনুযায়ী, দেশের ধনীতম বিধায়ক মুম্বইয়ের ঘাটকোপর পূর্ব কেন্দ্রের বিজেপি নেতা পরাগ শাহ। সবমিলিয়ে ৩ হাজার ৪০০ কোটি টাকার সম্পদ রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। ১ হাজার ৪১৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে কংগ্রেস নেতার। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ চন্দ্রবাবু নায়ডু এবং জগনমোহন রেড্ডিও রয়েছেন ধনকুবের বিধায়কদের তালিকায়।
রাজ্যভিত্তিক তালিকায় সম্পত্তির নিরিখে সবচেয়ে ধনীতম হল কর্নাটক। সেরাজ্যের ২২৩ জন বিধায়কের হাতে মোট ১৪ হাজার ১৭৯ কোটির সম্পত্তি রয়েছে। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। সেরাজ্যের ২৮৬ জন বিধায়কের কাছে রয়েছে ১২ হাজার ৪২৪ কোটির সম্পত্তি। সমীক্ষায় দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি সম্পত্তির মালিক বিজেপি বিধায়করা। দেশে মোট ১৬৫৩ জন বিধায়ক রয়েছেন গেরুয়া শিবিরের। মোট ২৬ হাজার ২৭০ কোটি টাকার সম্পত্তি রয়েছে বিজেপি বিধায়কদের হাতে। পরিসংখ্যান বলছে; সিকিম, নাগাল্যান্ড এবং মেঘালয়ের বার্ষিক বাজেট যোগ করলে যা অর্থ হয়, তার থেকেও বেশি অঙ্কের সম্পত্তি রয়েছে বিজেপি বিধায়কদের হাতে।
তবে মুদ্রার উলটো পিঠে রয়েছে দরিদ্র বিধায়কদের পরিসংখ্যান। সেখানেও রয়েছেন এক বিজেপি বিধায়ক। পশ্চিমবঙ্গের ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধাড়ার হাতে রয়েছে মাত্র ১৭০০ টাকার সম্পদ। রাজ্যভিত্তিক তালিকায় সম্পত্তির নিরিখে সবচেয়ে দরিদ্র হল ত্রিপুরা। সেখানকার বিধায়কদের সম্পদের পরিমাণ মাত্র ১.৫১ কোটি টাকা। দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। ২৯৪ জন বিধায়কের হাতে মাত্র ২.৮০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। দেশের সমস্ত বিধায়কদের সম্পত্তির মোট পরিমাণ ৭৩ হাজার ৩৪৮ কোটি টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.