Advertisement
Advertisement
Repo Rate

মূল্যবৃদ্ধি রুখতে ফের রেপো রেট বাড়াল RBI, বাড়তে পারে ঋণের সুদের হার

গত মে মাসেও রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাংক।

Repo Rate has been increased by 50 basis points to 4.90 percent। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 8, 2022 10:29 am
  • Updated:June 8, 2022 10:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মে মাসের পরে ফের রেপো রেট অর্থাৎ ব্যাংকগুলিকে দেওয়া সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাংক (RBI)। একধাক্কায় রেপো রেট (Repo Rate) বাড়িয়ে দেওয়া হল ৫০ বেসিস পয়েন্ট। যার ফলে রিজার্ভ ব্যাংকের নতুন রেপো রেট দাঁড়াচ্ছে ৪.৯০ শতাংশ। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)।

উল্লেখ্য, গত মাসে রেপো রেট বাড়ানো হয়েছিল ৪০ বেসিস পয়েন্ট। যার ফলে নতুন রেপো রেট দাঁড়িয়েছিল ৪.৪০ শতাংশ। জুনে যে ফের রেপো রেট বাড়ানো হতে পারে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এমনিতেই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার। গত কয়েক সপ্তাহে জ্বালানির দাম সেঞ্চুরি ছুঁয়েছে। রান্নার গ্যাসের দাম হাজার টাকা অতিক্রম করেছে। অন্যদিকে ডলারের নিরিখে টাকার পতন হয়েছে রেকর্ড হারে। ধস নেমেছে শেয়ার বাজারেও। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ফের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত আরবিআইয়ের।

Advertisement

[আরও পড়ুন: নীরব মোদি-মালিয়ার উপর নজর রাখলে ৩০ হাজার কোটি বাঁচত, কেন্দ্রকে তোপ অভিষেকের]

এর ফলে ব্যাংকগুলি ঋণের সুদের হার বাড়াতে পারে, এই আশঙ্কা তৈরি হয়ে গেল। এর আগে বিভিন্ন বেসরকারি ব্যাংক রেপো রেট বাড়ার পরে ইএমআই বাড়িয়ে দিয়েছিল। এবার ফের তারা ইএমআই বাড়াতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আগেই এসবিআইয়ের অর্থনীতিবিদরা জানিয়েছিলেন, দেশে মৃল্যবৃদ্ধির অন্যতম কারণ রাশিয়ান-ইউক্রেন যুদ্ধ (Russian-Ukraine War)। মূল্যবৃদ্ধির ৫৯ শতাংশ কারণই হল বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতি। এই অবস্থা সামাল দিতে গত মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আচমকা রেপো রেট, অর্থাৎ যে হারে স্বল্প মেয়াদে ব্যাংকগুলিকে ঋণ দেয়, সেই হার বাড়ায়। 

[আরও পড়ুন: ‘অভিযুক্ত পুলিশ, পুলিশি তদন্তে আস্থা থাকবে কীভাবে?’, আনিস কাণ্ডে কড়া প্রশ্ন কলকাতা হাই কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement