সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষাতি পরেও কীভাবে স্নান করতে হয়, তা শুধু জানেন ডঃ মনমোহন সিং৷ প্রাক্তনের প্রতি আক্রমণে এরকমই নজিরবিহীন ছিলেন বর্তমান৷ ইউপিএ আমলের দুর্নীতির কথা বলতে গিয়েই এ মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তা নিয়ে মনমোহন সিং মুখ না খুললেও সরব কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ আজ অখিলেশ যাদবের সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলনের সময় এ নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিলেন রাহুল৷
মোদির বর্ষাতি মন্তব্যের পর থেকেই সরব ছিলেন রাহুল৷ জানিয়েছিলেন, যেভাবে মনমোহন সিংকে অপমান করা হয়েছে তা নজিরবিহীন৷ পালটা হিসেবে বিজেপির তরফে জানানো হয়েছে, রাহুল যেভাবে প্রধানমন্ত্রীকে ক্রমাগত অপমান করে গিয়েছেন তাও নজিরবিহীন৷ এর মধ্যেই প্রধানমন্ত্রী বলেন, ইন্টারনেটে সবথেকে রসিকতার খোরাক হয়েছেন রাহুলই৷ এ সবের উত্তর দিতে অখিলেশের সঙ্গে সাংবাদিক সম্মেলনের মঞ্চটিকেই বেছে নেন রাহুল৷ জানান, “প্রধানমন্ত্রী গুগুল সার্চ করেন৷ অন্যের স্নানঘরে উঁকি দেন৷ তা অবসর সময়ে তিনি তা করতেই পারেন৷ কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি পুরোপুরি ব্যর্থ৷”
নানাদিক থেকে এদিন মোদির বিরুদ্ধে আক্রমণ শানান রাহুল৷ জানান, দেশের সবথেকে বড় সমস্যা হল কর্মসংস্থানের অভাব৷ প্রধানমন্ত্রী ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু তা পূরণ হয়নি৷ উলটে বেড়েছে মৃত্যুর ঘটনা৷ দেশের প্রতিরক্ষা থেকে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রধানমন্ত্রী অনেক কথা বলেন৷ কিন্তু ফলশ্রুতি হিসেবে শুধু দেশের সেনারা প্রাণ হারাচ্ছেন বলেও কটাক্ষ করেন রাহুল৷
এদিন উত্তরপ্রদেশে কং-সপা জোটকে তারুণ্যের জোট হিসেবেই তুলে ধরেন রাহুল-অখিলেশ৷ সাধারণ মানুষের জন্য তাঁরা আগামী দিনে কী কী করবেন, তারই দশদফা প্রতিশ্রুতি এদিন প্রকাশ করা হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.