ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট বাজারে ফের একবার নাম বদলের রাজনীতি। মুঘলদের চিহ্ন মুছে হিন্দু রানিকে সম্মান জানিয়ে নির্বাচনী প্রচারে জেলার নাম বদলের ঘোষণা মহারাষ্ট্রের (Maharastra) উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের (Devendra Fadnavis)। নরেন্দ্র মোদিকে পাশে নিয়ে নির্বাচনী প্রচারে তিনি বার্তা দিলেন, নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ভোট দিলে মধ্যপ্রদেশের আহমেদনগরের নাম বদলে করা হবে অহল্যানগর। নরেন্দ্র মোদির তৃতীয় কার্যকালেই শুরু হবে এই নাম বদলের প্রক্রিয়া।
মঙ্গলবার পশ্চিম মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জনসভায় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘রাজ্য সরকার ১৮ শতাব্দীর মহান মারাঠা রানি অহল্যাদেবী হোলকারের সম্মানে আহমেদনগর জেলার নামবদলে অহল্যানগর করার সিদ্ধান্ত নিয়েছে। মোদি সরকারের তৃতীয় কার্যকালে সরকারের এই সিদ্ধান্তকে কার্যকর করা হবে।’
প্রসঙ্গত, পুণে থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত আহমেদনগরের নামকরণ করা হয়েছিল ১৫ শতাব্দীর শাসক আহমেদ নিজাম শাহের নাম থেকে। জানা যায়, জীবনের শেষলগ্নে মুঘল বাদশা ঔরঙ্গজেব দিল্লি ছেড়ে আহমেদনগরে এসে বসবাস শুরু করেন। ছত্রপতি শিবাজির বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছিলেন এখান থেকেই। ১৭০৭ দশকে আহমেদনগরে প্রয়াত হন ঔরঙ্গজেব। এই জেলাতেই রয়েছে তাঁর সমাধি। এদিকে ১৮ শতাব্দীতে মধ্যভারতে মারাঠা সাম্রাজ্যের মহারানি ছিলেন অহল্যাদেবী হোলকার। জানা যায়, তাঁর জন্ম হয়েছিল পশ্চিম মহারাষ্ট্রে বর্তমান আহমেদনগর জেলার একটি গ্রামে। তাঁর নামেই হতে চলেছে এই পরিবর্তন।
উল্লেখ্য, মোদি জমানায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিম ছোঁয়া থাকা নাম পরিবর্তনের হিড়িক নতুন কিছু নয়। এই তালিকায় সর্বাগ্রে রয়েছে উত্তরপ্রদেশ। এলাহাবাদ, মুঘলসরাই, আলিগড়-সহ মোঘল জমানার ছোঁয়া থাকা একাধিক নাম ইতিমধ্যেই বদল করা হয়েছে উত্তরপ্রদেশে। এই তালিকায় বাদ যায়নি রাষ্ট্রপতি ভবনের মোঘল গার্ডেনও। মহারাষ্ট্রেও একনাথ শিণ্ডের সরকারে ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্বাজীনগর এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করে ধারাশিব নামকরণ করা হয়েছে। এবার ভোট প্রচারে আহমেদনগর জেলার নাম বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ফড়ণবিস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.