Advertisement
Advertisement

Breaking News

হ্যাভলক আইল্যান্ডের নাম বদলের দাবি বিজেপি সাংসদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮৫৭-র সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের বিরুদ্ধে লড়েছিলেন ব্রিটিশ জেনারেল স্যার হেনরি হ্যাভলক৷ এমন একজন ব্যক্তির নামে কেন পরিচিত হবে এ দেশের কোনও পর্যটনকেন্দ্র? রাজ্যসভায় এই দাবিই তুললেন বিজেপি সাংসদ এল এ গণেশন৷ হ্যাভলক আইল্যান্ডের নাম বদলে কোনও বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্বের নামে ওই দ্বীপকে নামাঙ্কিত করারও দাবি তুলেছেন তিনি৷আরও পড়ুন:দেশে […]

Rename Havelock Island as it reminds British rule: BJP MP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 22, 2017 10:56 am
  • Updated:March 22, 2017 11:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮৫৭-র সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের বিরুদ্ধে লড়েছিলেন ব্রিটিশ জেনারেল স্যার হেনরি হ্যাভলক৷ এমন একজন ব্যক্তির নামে কেন পরিচিত হবে এ দেশের কোনও পর্যটনকেন্দ্র? রাজ্যসভায় এই দাবিই তুললেন বিজেপি সাংসদ এল এ গণেশন৷ হ্যাভলক আইল্যান্ডের নাম বদলে কোনও বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্বের নামে ওই দ্বীপকে নামাঙ্কিত করারও দাবি তুলেছেন তিনি৷

রাজ্যসভায় এই বক্তব্য পেশ করে আন্দামানের হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তনের দাবি তুলেছেন ওই বিজেপি সাংসদ৷ তাঁর অভিযোগ, ভারতীয় আন্দোলনকারীদের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, তাঁর নামে একটি দ্বীপের নামকরণ করা ‘লজ্জাজনক’ বিষয়৷ বিজেপি সাংসদ এল এ গণেশনের বক্তব্য, “লন্ডনের ট্রাফালগার স্কোয়্যারে স্যার হেনরি হ্যাভলকের একটি মূর্তি রয়েছে, যেখানে তাঁকে ভারতীয়দের দমন করতে দেখা যাচ্ছে৷”

Advertisement

গণেশনের বক্তব্য, “স্বাধীনতার ৬০ বছর পরও এমন একজনের নামে কোনও ভারতীয় ভূখন্ডের নাম রাখা দেশপ্রেমিকদের অপমান করার সামিল৷” রাজ্যসভায় ‘জিরো আওয়ার’-এ তিনি প্রশ্ন তোলেন, আন্দামানে বীর সাভারকরের মতো ব্যক্তিকে জেলে পাঠানো হয়েছিল৷ তা সত্ত্বেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক জেনারেলের নাম কেন ভারতীয় দ্বীপের নাম রাখা হবে, এই বিষয়ে সরব হয়েছেন বিজেপি গণেশন৷ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে ক্যুরিয়েন এই দাবিকে সমর্থন জানিয়ে বলেছেন, কেন্দ্রের উচিত এই বিষয়টি খতিয়ে দেখা৷

[উত্তরপ্রদেশে তিনটি মাংসের দোকানে আগুন ধরল দুষ্কৃতীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement