বেলাগাম করোনা সংক্রমণ। গোটা বিশ্ব এখন প্রতিষেধকের অপেক্ষায়। এই মুহূর্তে ভারতে আক্রান্ত ২২ লক্ষ ৬৮ হাজার ৬৭৬ জন। মৃত্যু হয়েছে ৪৫ হাজার ২৫৭ জনের। বাংলায় মোট সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৩৯০। মৃত্যু হয়েছে ২,১৪৯ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৪৯: অসমেও অনেকটা নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৫২ হাজারেরও বেশি নমুনা পরীক্ষার মধ্যে পজিটিভ ২৬৬৯ জন। এই মুহূর্তে অ্যাকটিভ ২০,৬৬২।
2,669 #COVID19 cases detected out of 52,062 tests in the last 24 hours in Assam. Total number of cases in the state is now at 64,406, including 43,586 discharged, 20,662 active cases, and 155 deaths: Himanta Biswa Sarma, State Health Minister pic.twitter.com/qk8Vtt9kAC
— ANI (@ANI) August 11, 2020
রাত ১০: করোনা যুদ্ধে আশা দেখাচ্ছে হিমাচল প্রদেশ। গত ২৪ ঘণ্টায় ২৩৭৪ জনের নমুনা পরীক্ষায় মাত্র ৭ জনের রিপোর্ট পজিটিভ। দাবি স্বাস্থ্যদপ্তরের।
2,374 people tested for #COVID19 today in Himachal Pradesh, of which 7 tested positive. Total cases in the state now at 3,497, including 1,180 active cases, 2,273 recovered and 16 deaths: State Health Department pic.twitter.com/ssQkZ0W12a
— ANI (@ANI) August 11, 2020
রাত ৯.৩২: রাশিয়ার তৈরি ভ্যাকসিন নিয়ে সতর্ক করলেন এইমসের ডিরেক্টর। সাংবাদিক সম্মেলনে বললেন, কার্যকারিতা ভালভাবে জেনে নেওয়া দরকার। শরীরে অ্যান্টিবডি তৈরি হলে, কতদিন স্থায়ী থাকবে, তা জানতে হবে।
রাত ৯.২৩: রাজস্থানে করোনা সংক্রমণের গ্রাফও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ১২১৭ জনের শরীরে মিলল ভাইরাস। ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজস্থানো মোট করোনা আক্রান্ত ৫৪,৮৮৭ জন।
1,217 new #COVID19 cases and 11 deaths reported in Rajasthan today taking the total number of cases in the State to 54,887 including 811 deaths and 13,677 active cases: State Health Department pic.twitter.com/18LeiaVNkN
— ANI (@ANI) August 11, 2020
রাত ৯.০৩: উপসর্গহীন রোগীকে দ্রুত শনাক্ত করতে তিনটি পৃথক রুটে করোনা পরীক্ষা-পরিষেবা চালু করছে কলকাতা পুরসভা। ভ্রাম্যমাণ টেস্টিং সেন্টার হিসাবে ন’টি অ্যাম্বুল্যান্সে করে যেমন লালারস সংগ্রহ করা হচ্ছে তা চলবে। প্রতিদিনই ওয়ার্ডে শিবির করে আধ ঘণ্টার রিপোর্ট দিতে ICMR’এর কিট দিয়ে অ্যান্টিজেন টেস্ট এবং RT-PCR’এর জন্য লালারস সংগ্রহ করবে পুরসভার বিশেষ প্রশিক্ষিত টিম।
রাত ৮.৪৮:মুম্বইয়েও কমছে না করোনা সংক্রমণ। নতুন করে আক্রান্ত ৯১৭, মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ নিয়ে সেখানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি।
917 new #COVID19 cases and 48 deaths reported in Mumbai today. Total number of cases now at 1,25,239 including 99,147 recovered/discharged cases, 18,905 active cases and 6,890 deaths: Brihanmumbai Municipal Corporation (BMC) #Maharashtra pic.twitter.com/Hk2a2psIrl
— ANI (@ANI) August 11, 2020
রাত ৮.৪৫:জম্মু-কাশ্মীরে আগামী ১৬ তারিখ থেকে খুলছে ধর্মীয় স্থান। সেখানে প্রবেশের আগে ভক্তদের আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে। বিজ্ঞপ্তি জারি করে জানাল প্রশাসন। কোনও মূর্তি বা ধর্মগ্রন্থ স্পর্শ করা যাবে না।
Religious places/places of worship within the Union Territory of Jammu and Kashmir to open from August 16. Installation and use of Aarogya Setu App mandatory for all
visitors. Touching statues, idols or holy books not permitted: J&K Government #COVID19 pic.twitter.com/lnkcdAF3Xn— ANI (@ANI) August 11, 2020
রাত ৮.২২: করোনা পজিটিভ রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। আজই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে। বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করানো হচ্ছে।
রাত ৮.১৭: বাংলায় করোনা সংক্রমণ লাগামহীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৯৩১ জন, সংখ্যা ছাড়াল ১ লক্ষের গণ্ডি। মৃত্যু হয়েছে ৪৯ জনের। সুস্থতার হার ৭২ শতাংশের বেশি। বুলেটিনে জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর।
রাত ৮.০৩: করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ কমাতে দোকান খোলা–বন্ধে সময়সীমা বেঁধে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছেন জেলাশাসক বিজয় ভারতী। বুধবার থেকে কার্যকর হবে নিয়ম। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বর্ধমান জেলা ব্যবসায়ী সমিতি।
সন্ধে ৭.৫৬: উত্তর-পূর্বেও থাবা বাড়াচ্ছে করোনা। মণিপুরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮ জন, যার মধ্যে ১৩ জনই আধা সামরিক বাহিনীর জওয়ান। এই মুহূর্তে উত্তর পূর্বের রাজ্যটিতে মোট করোনা পজিটিভ চার হাজার ছুঁতে চলেছে।
88 new #COVID19 cases reported in Manipur including 13 personnel from CAPF. The total number of cases in the State stands at 3,941 including 889 central security personnel. The recovery rate is 54.68%: State Health Department pic.twitter.com/Wdto0LtOYq
— ANI (@ANI) August 11, 2020
সন্ধে ৭.৪৩: মধ্যপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৮ জনের। বুলেটিনে জানাল স্বাস্থ্যদপ্তর।
Madhya Pradesh reports 843 new #COVID19 cases and 18 deaths today, taking the total number of cases to 40,734 including 1,033 deaths and 9,105 active cases: State Health Department pic.twitter.com/PMDFxpMT58
— ANI (@ANI) August 11, 2020
সন্ধে ৭.০০: সংক্রমণ রুখতে নবান্নে প্রবেশের উপর জারি করা হল নতুন বিধিনিষেধ। মঙ্গলবার থেকে ওই নিয়ম কার্যকর হয়েছে।সাময়িকভাবে মুখ্যমন্ত্রীর দপ্তর স্থানান্তরিত হতে চলেছে নবান্ন ভবনের উপান্নে।
সন্ধে ৬.৪০: আরও সংকটজনক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, জানালেন দিল্লির সেনা হাসপাতালের চিকিৎসকরা।
Former President Pranab Mukherjee (file pic) who underwent emergency surgery for brain clot on 10th August, has not shown any improvement & his health status has worsened. He remains on ventilatory support. His health continues to remain critical: Army Hospital (R&R) Delhi Cantt pic.twitter.com/Bdse10bZs9
— ANI (@ANI) August 11, 2020
সন্ধে ৬.০০: পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। বন্ধ মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন। তবে যে ২৩০ জোড়া বিশেষ ট্রেন চলছে, সেগুলি চলবে। মহারাষ্ট্র সরকারের আরজি মেনে মুম্বইতে কিছু লোকাল ট্রেন চালানো হবে। কেন্দ্রের তরফে জানানো হল।
Regular passenger & suburban train services continue to remain suspended till further notice. 230 special trains, running at present, will continue to operate. Local trains in Mumbai, being run on limited basis only on requisition of state govt, will continue to run:Govt of India
— ANI (@ANI) August 11, 2020
বিকেল ৫.৩৫: উর্দু কবি রাহাত ইন্দোরির মৃত্যু হল। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হল।
Urdu poet Rahat Indori (file pic) passes away at the hospital. He suffered two heart attacks today and could not be saved. He was admitted to hospital on Sunday, after testing positive for #COVID19. He had 60% pneumonia: Dr Vinod Bhandari, Sri Aurobindo Hospital pic.twitter.com/EIKZhPp702
— ANI (@ANI) August 11, 2020
বিকেল ৫.১৪: করোনার টিকা নিয়ে গাইডলাইন দিক কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Central Government should authorise the vaccine to be procured and used. It must issue guidelines in this regard: West Bengal Mamata Banerjee in video conference with Prime Minister Narendra Modi today #COVID19 https://t.co/NtKF404pdc
— ANI (@ANI) August 11, 2020
বিকেল ৫.০০: করোনামুক্তির কথা টুইট করে নিজেই জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
मेरी #COVID19 की रिपोर्ट निगेटिव आई है।
डॉक्टर्स की सलाह पर मैं कल तक आइसोलेशन में रहूंगा।
मैं डॉक्टर्स नर्सेज़ और पूरी टीम को हृदय से धन्यवाद देता हूँ।
आप सभी शुभचिंतकों ने मेरे स्वास्थ्य लाभ हेतु प्रार्थना की, इसके लिए मैं आपका सदैव आभारी रहूंगा।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 11, 2020
বিকেল ৪.১৫: সেপ্টেম্বর থেকে রাশিয়ার ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন শুরু।
বিকেল ৪: গত ২৪ ঘণ্টায় পুদুচেরিতে নতুন করে করোনায় আক্রান্ত ২৭৮ জন, মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে সেখানে করোনা পজিটিভের সংখ্যা ৫৯০০। বুলেটিন প্রকাশ করে জানাল প্রশাসন।
276 new #COVID19 cases, 172 recoveries and 2 deaths reported in Puducherry today, taking the total number of cases to 5900 cases, including 2,277 active cases, 3,532 recovered cases and 91 deaths: State Health Department, Government of Puducherry pic.twitter.com/crSXJ5zDDa
— ANI (@ANI) August 11, 2020
দুপুর ৩.৫৬:করোনা আবহে নয়ডার ইসকন মন্দিরে ভক্তদের প্রবেশে জারি নিষেধাজ্ঞা। ভক্ত সমাগম ছাড়াই হবে জন্মাষ্টমীর অনুষ্ঠান। জানাল মন্দির কর্তৃপক্ষ। তবে অনলাইনে পুজো, আরতি দেখতে পাবেন সকলে।
Noida: ISKCON Temple in Sector-33 to not allow devotees inside its premises for #Janmashtami this year.
Brajjan Ranjan Das, temple official says, “Devotees are not allowed at the temple in view of #COVID19. Aarti will be live streamed online on our social media handles.” pic.twitter.com/qswr1wgXQ2
— ANI UP (@ANINewsUP) August 11, 2020
দুপুর ৩.৩৭: করোনা আক্রান্ত চিহ্নিত করতে বাড়ি-বাড়ি খোঁজ নেবেন আশা কর্মীরা। উত্তর ২৪ পরগনা জেলার গ্রামাঞ্চলের জন্য এই উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তর। উপসর্গ থাকলেই নাম নথিভূক্ত করবেন আশা কর্মীরা। তারপরই তাঁদের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হবে
দুপুর ৩.২৩; ১০২ দিন পর ফের নিউজিল্যান্ডে গোষ্ঠী সংক্রমণের হদিশ। অকল্যান্ডে নতুন করে ছড়াচ্ছে সংক্রমণ। সেখানে সম্পূর্ণ লকডাউনের নির্দেশ দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
দুপুর ২.৫০: করোনামুক্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
দুপুর ২.৪০: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শারীরিক অবস্থা ক্রমশ জটিল হচ্ছে। তিনি আপাতত ভেন্টিলেশনেই রয়েছেন।
দুপুর ২.৩৩: বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে এল রাশিয়া। এমনটাই দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO’র ছাড়পত্র ছাড়া এটি অন্য দেশে ব্যবহার করা যাবে না। সূত্রের খবর, প্রেসিডেন্টের মেয়ের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
দুপুর ১.৪৬: ভুবনেশ্বরের ইসকনের মন্দিরের বাইরেই জন্মাষ্টমী পালন করছেন ভক্তরা।
Bhubaneshwar: Devotees throng ISKON temple to light lamps & offer prayers on Krishna Janmashtami outside temple premises as entry is banned due to #COVID19
Devotee Diptimayee Raut says, “I’m a bit sad not to have a glance of Lord Krishna on Janmashtami this year due to Corona.” pic.twitter.com/JVyREWPD7w
— ANI (@ANI) August 11, 2020
দুপুর ১.৪২: আক্রান্তের হদিশ মিললেই ৭২ ঘণ্টার মধ্যে সংস্পর্শে আসা সকলের পরীক্ষা করতে হবে।
Experts are saying now that if within 72 hours, a person is diagnosed, then the spread can be controlled to a great extent. So, it is important that all the people who come in contact with an infected person must be tested within 72 hours: PM Modi. #COVID19 pic.twitter.com/7FqMSXunoF
— ANI (@ANI) August 11, 2020
দুপুর ১.৪০: কনটেনমেন্ট, কনট্রাক্ট ট্রেসিং, কোয়ারেন্টাইন গুরুত্বপূর্ণ।
দুপুর ১.৩৮: বাংলার, বিহার, গুজরাট ও তেলেঙ্গানায় করোনা পরীক্ষার বাড়ানো দরকার। কারণ, এই চার রাজ্যে পরীক্ষা কম হচ্ছে, কিন্তু প্রচুর সংক্রমিতের হদিশ মিলছে। দাবি প্রধানমন্ত্রীর।
দুপুর ১.৩৬: মৃত্যুহার ১ শতাংশের নিচে নামাতে বদ্ধ পরিকর কেন্দ্র সরকার। বললেন মোদি।
The average fatality rate has been continuously decreasing while the recovery rate is increasing every day, this shows that measures being taken by us are in the right direction: PM Narendra Modi pic.twitter.com/k6isGjTBWK
— ANI (@ANI) August 11, 2020
দুুপুর ১.৩৪; করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করলে এই লড়াইয়ে দেশ জিতে যাবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুপুর ১.০৪: পাঞ্জাবের জন্যও আর্থিক প্যাকেজ চাইলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
দুপুর ১.০০: প্রধানমন্ত্রীকে ইউজিসির নয়া নির্দেশিকা পর্যালোচনার আরজি জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
বেলা ১২.৪৬: কিউবায় নতুন করে করোনা আক্রান্ত ৯৩ জন।
বেলা ১২.৩২: করোনার জেরে চাকরির বাজারে মন্দা। গত এক দশকের মধ্যে চলতি বছরে সবচেয়ে বেশি চাকরি হারিয়েছেন ব্রিটেনবাসীরা।
বেলা ১২.২০: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের ৯ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ চাইলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ওই অর্থে রাজ্যে করোনার মোকাবিলায় ব্যবহার হবে। একইসঙ্গে দ্রুত জিএসটির বকেয়া অর্থ মেটানোর দাবি জানান।
We’ve received Rs 512.64 crore from Centre in 2 tranches under Emergency Response&Health Systems Preparedness package out of Rs 712.64 crore allotted to state.I request this package may be stepped up to Rs 3,000 crore as my earlier request: TN CM at video conference meet with PM pic.twitter.com/oyBWBew5X0
— ANI (@ANI) August 11, 2020
বেলা ১২.১৫: মাউথ ওয়াশ দিয়ে গার্গল করলে কমতে পারে করোনা সংক্রমণের সম্ভাবনা। দাবি বিজ্ঞানীদের।
বেলা ১২.০০: করোনা পরিস্থিতি নিয়ে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
PM Narendra Modi holds a video conference with Chief Ministers of Andhra Pradesh, Karnataka, Tamil Nadu, West Bengal, Maharashtra, Punjab, Bihar, Gujarat, Telangana, Uttar Pradesh, to discuss corona related situation. pic.twitter.com/6ECvrGVJsS
— ANI (@ANI) August 11, 2020
সকাল ১১.১০: হাসপাতালে ভরতি হলেন করোনা আক্রান্ত হকি খেলোয়াড় মনদীপ সিং।
সকাল ১১.০০: বৃন্দাবনের ইসকন মন্দির বন্ধ করে দেওয়া হল। পুরোহিত-সহ মন্দিরের ২২ কর্মচারী করোনা আক্রান্ত।
ISKCON Temple in Vrindavan sealed after 22 people, including priests, from the temple tested positive for #COVID19, ahead of #Janmashtami.
Official says,”Movement of people has been restricted and the temple has been sealed.” pic.twitter.com/K646uuJePU
— ANI UP (@ANINewsUP) August 11, 2020
সকাল ১০.৫০: অস্ট্রেলিয়ার উত্তর অংশে ২০২২ সাল পর্যন্ত করোনা বিধি মেনে চলা হবে।
সকাল ১০.৪৩: ওড়িশায় দৈনিক সংক্রমণ ও সুস্থতার সংখ্যা প্রায় সমান।
1,341 new #COVID19 cases & 1,236 recoveries reported in Odisha. Total number of cases stands at 48,796 cases, including 15,427 actives cases & 33,020 recoveries till date: Information & Public Relations Dept, Govt of Odisha.
— ANI (@ANI) August 11, 2020
সকাল ১০.১০: গত ২৪ ঘণ্টায় প্রায় আড়াই লক্ষ পরীক্ষা করা হয়েছে।
The total number of #COVID19 samples tested up to 10th August is 2,52,81,848 including 6,98,290 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/CxBQ2LQYcL
— ANI (@ANI) August 11, 2020
সকাল ১০.০০: দেশ জুড়ে করোনার ছায়া যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তখন ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এলা সম্প্রতি জানিয়েছেন, দেশীয় করোনার টিকা কোভ্যাক্সিন তৈরি নিয়ে তাঁরা তাড়াহুড়ো করতে চান না। অর্থাৎ প্রতীক্ষার প্রহর দীর্ঘতর হওয়ার ইঙ্গিত।
সকাল ৯.৩৭: দেশে মৃত্যুহার মাত্র ১.৯৯ শতাংশ। সক্রিয় করোনা আক্রান্তের হার ২৮.২১ শতাংশ। তুলনায় সুস্থতার হার অনেক বেশি। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে সুস্থতার হার ৬৯.৮০ শতাংশ।
Now, India has 28.21% active cases, 69.80% cured/discharged/migrated and 1.99% deaths: Government of India. https://t.co/anIefKqDIG
— ANI (@ANI) August 11, 2020
সকাল ৯.৩২: ১০ দিন পর ষাট হাজারের নিচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৫৩ হাজার ৬০১ জন। একদিনে মৃত্যু হয়েছে ৮৭১ জনের।
Single-day spike of 53,601 cases and 871 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally rises to 22,68,676 including 6,39,929 active cases, 15,83,490 cured/discharged/migrated & 45,257 deaths: Ministry of Health pic.twitter.com/cFngz89iaN
— ANI (@ANI) August 11, 2020
সকাল ৯.১৫: বিশ্বে করোনায় মৃত্যুর ২১ শতাংশই হয়েছে ভারতে।
সকাল ৯.১১: গত ২৪ ঘণ্টায় তেলেঙ্গানায় করোনা আক্রান্ত ১৮৯৬ জন।
সকাল ৮.৫০: করোনা টেস্টের রিপোর্ট আসার আগেই মৃতদেহে ছেডে় দেয় হাসপাতাল। পরে জানা যায় মৃত করোনা আক্রান্ত ছিলেন। বর্ধমানে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে।
সকাল ৮.৪২: করোনা আক্রান্ত খ্যাতনামা কবি রাহাত ইন্দোরি। তাঁকে মধ্যপ্রদেশের কোভিড অরবিন্দ হাসপাতালে ভরতি করা হয়েছে।
সকাল ৮.৩৯: একদিনে ব্রাজিলে করোনা আক্রান্ত ২২ হাজার ৪৮ জন। মৃত্যু হয়েছে ৭০৩ জনের।
সকাল ৮.৩০: আগামিকাল বৈঠকে বসছে ভ্যাক্সিন কমিটি। টুইট করে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
The Expert Committee on Vaccine Administration under the chairmanship of Dr V K Paul, @NITIAayog will meet on 12th August to consider logistics & ethical aspects of procurement & administration of #COVID19 vaccine.@PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey
— Ministry of Health (@MoHFW_INDIA) August 11, 2020
সকাল ৮.২৪: করোনা পরিস্থিতি নিয়ে আজ দশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল ৮.১৫: এই সপ্তাহে বিশ্বে করোন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াবে দুকোটি। আসঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)।
সকাল ৮.০০: করোনা ও লকডাউনের জোড়া ফলায় বিদ্ধ পরিযায়ী শ্রমিকরা। প্রতি চারজনের একজন শ্রমিক পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন। বলছে সমীক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.