Advertisement
Advertisement

মোদির ডাকে সাড়া, কাশ্মীরে বিনিয়োগের পথে মুকেশ আম্বানি

উপত্যকায় বড়সড় লগ্নির ইঙ্গিত দিলেন রিলায়েন্সের কর্ণধার৷

Reliance MD Mukesh Ambani likely to invest in Jammu and Kashmir
Published by: Tanujit Das
  • Posted:August 13, 2019 8:16 pm
  • Updated:August 13, 2019 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর, সেখানে বাণিজ্যের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ নৈসর্গিক উপত্যকায় পর্যটন-সহ অন্যান্য বাণিজ্যকে চাঙ্গা করতে, শিল্পপতিদের আহবান করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার এক ও দু’নম্বর ব্যক্তি৷ এবং তাঁদের ডাক ফেরাতে পারলেন না গুজরাটের আরও এক বিখ্যাত বাসিন্দা মুকেশ আম্বানি৷সূত্রের খবর, শীঘ্রই জম্মু-কাশ্মীর ও লাদাখে লগ্নির পথে হাঁটতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার৷

[ আরও পড়ুন: ‘৩৭০ ধারা বিলোপ অসাংবিধানিক’, মোদি সরকারের বিরোধিতায় সরব প্রিয়াঙ্কা]

Advertisement

সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারার অবলুপ্তির পর পুনর্জন্ম হয়েছে কাশ্মীরের৷ গত কয়েকদিন ধরে উপত্যকায় চলেনি একটাও বুলেট৷ ছোটখাটো কয়েকটা বিক্ষোভ হলেও, শান্তিতে ইদ পালন করেছে সেখানকার মানুষ৷ গোলা-বারুদ, রক্তপাত ও বিক্ষোভের আবহ কাটিয়ে, সম্প্রীতি ও শান্তির পরিবেশ ফিরছে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে৷ এই পরিস্থিতিতে গত ৮ আগস্ট জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে উপত্যকায় বিনিয়োগের জন্য শিল্পপতিদের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লগ্নির দিশা দেখান তিনি৷ এবং এবার তাঁর সেই ডাকে সাড়া দিলেন মুকেশ আম্বানি৷ জানালেন, ‘‘জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়নে আমরা দায়বদ্ধ। কীভাবে সেই কাজ হতে পারে, তা দেখতে আমরা টাক্স ফোর্স গড়ব। আগামী মাসগুলিতে সেখানকার উন্নয়নের স্বার্থে বেশ কিছু বড় ঘোষণা করতে চলেছি।’’ এখানেই শেষ নয়, রিলায়েন্স কর্তা আরও জানান, পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারের জীবনযাপন ও সন্তানদের শিক্ষার খরচও বহন করবে তাঁর সংস্থা।

[ আরও পড়ুন: MAN VS WILD: মোদির অনুষ্ঠান থেকে অর্জিত টাকা দেশের কোন কাজে লাগবে জানেন? ]

জানা গিয়েছে, আগামী অক্টোবর বা নভেম্বর মাসে উপত্যকায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম ইন্ডাস্ট্রিয়াল সামিট বা বাণিজ্য সম্মেলন৷ যার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই উদ্যোগকে সার্থক করার দায়িত্ব দেওয়া হয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি৷ দেশ-বিদেশের নামীদামি হোটেল ও রেস্তরাঁ ব্র্যান্ডগুলিকে উক্ত সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে৷ জম্মু-কাশ্মীরের নৈসর্গিক পরিবেশে পর্যটন শিল্পকে চাগিয়ে তুলতে সর্বতোভাবে কাজ করছে সংগঠনটি৷ বৈঠকে আসতে চলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পপতিরা৷ তাঁদের সামনেই ‘ব্র্যান্ড কাশ্মীর’কে বিশ্বের দরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, এই বিষয়ে শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে ফেলেছেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়৷ ওয়াকিবহাল মহলের ধারণা, উক্ত বৈঠকে স্বাভাবিক ভাবেই হাজির থাকবেন মুকেশ আম্বানি৷ এবং সেখান থেকে ভূস্বর্গের বাসিন্দাদের জন্য বড় কোনও ঘোষণা করতে পারেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement