সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্যত বিনামূল্যে ফোনের ঘোষণায় তোলপাড় দেশ। জিওর পরবর্তী পরিকল্পনাও চমকপ্রদ। দেশের তিন কোটি কলেজ পড়ুয়াকে ফ্রিতে ওয়াই-ফাই দিতে চায় মুকেশ আম্বানীর সংস্থা। ৩৮ হাজার কলেজে ওয়াই-ফাই জোন করতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে একটি প্রস্তাব পাঠিয়েছে জিও। তবে সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে এধরনের বিষয় টেন্ডারের মাধ্যমে হয়। তারপরই ঠিক হবে কলেজ ক্যাম্পাসে ওয়াই-ফাইয়ের দায়িত্ব কারা পাবে।
মোবাইলের জন্য এককালীন টাকা নিয়ে ফ্রি কল এবং ডেটা। মাসে মাসে সামান্য টাকার রিচার্জ। সস্তায় ফিচার ফোন ফোর জি পরিষেবা এনে দেশের টেলিকম বাজারে সাড়া ফেলে দিয়েছে জিও। তাদের এই অগ্রগতি নির্দিষ্ট জায়গায় আর আটকে থাকছে না। এবার জিওর টার্গেট দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। যুব প্রজন্মর মধ্যে জিও জায়গা করে নিতে চায়। এর জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অনুমোদিত ৩৮ হাজার কলেজে এবার ফ্রিতে ওয়াই-ফাই দেওয়ার পরিকল্পনা রয়েছে মুকেশ আম্বানির সংস্থার। তাদের এই প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রকে জানিয়েছে জিও। প্রস্তাবে বলা হয়েছে কারিগরি এবং সাধারণ ডিগ্রি কলেজের তিন কোটি পড়ুয়া এর সুযোগ পাবে। এর জন্য একটা পয়সাও লাগবে না। সূত্রের খবর, এই সংক্রান্ত প্রস্তাব গত মাসে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে পাঠানো হয়েছে।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তাদের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওয়াই-ফাই বসানোর ক্ষেত্রে একটি টেন্ডার হয়। রিলায়েন্স বিনামূল্যে এই পরিষেবা ফ্রিতে দেওয়ার কথা বললেও স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এই নিয়ে কয়েক দিনের মধ্যে টেন্ডার ডাকা হবে বলে জানা গিয়েছে। তবে রিলায়েন্স জিও অবশ্য এই প্রস্তাবের বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। সম্প্রতি ওই দপ্তরের মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন আগামী ৩১ অক্টোবরের মধ্যে দেশের ৩৮টি বিশ্ববিদ্যালয়ে ওয়াই-ফাইয়ের ব্যবস্থা করা হবে। তারই অঙ্গ হিসাবে রিলায়েন্স জিওর এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.