Advertisement
Advertisement

দেশবাসীর জন্য 5G প্রযুক্তি আনতে চলেছে জিও    

বর্তমান গ্রাহকরাও কি পাবেন এই পরিষেবা?

Reliance Jio to introduce 5G services in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 1, 2017 5:22 am
  • Updated:March 1, 2017 5:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল নেটওয়ার্কের দুনিয়ার গতি আরও বাড়াতে চলেছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড৷ সঙ্গী মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসাং৷ দুই কোম্পানি গাঁটছড়া বাঁধতে চলেছে নতুন অঙ্গীকার নিয়ে৷ ভারতবর্ষের মানুষকে 5G পরিষেবা দেওয়া৷

তোলাবাজ ওয়ার্ডেনকে টাকা দিতে রক্ত বিক্রির সিদ্ধান্ত ২ আদিবাসী ছাত্রীর

Advertisement

দেশের ৯০ শতাংশ মানুষের কাছে জিও পৌঁছে যেতে চায় রিলায়েন্স৷ আর সবাইকে দিতে চায় উন্নত পরিষেবা৷ পরিষেবার এই মান 4G থেকে 5G-তে উন্নীত করতে চায় মুকেশ আম্বানির কোম্পানি৷ সেই কারণেই স্যামসাংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধা৷ জানা গিয়েছে, রিলায়েন্স জিও-র এলটিই নেটওয়ার্ককে আরও উন্নত করবে স্যামসাং৷ সেই সঙ্গে সংযুক্ত হবে 5G স্পিডও৷ পরিষেবা যতটা গতিশীল করার চেষ্টা করা হবে, ততটাই নির্বিঘ্নে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে৷

ক্যানসাস হামলার কড়া সমালোচনা করলেন ট্রাম্প

মাত্র ১৭০ দিনে ১০ কোটি গ্রাহকের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে রিলায়েন্স৷ সম্প্রতি মুকেশ আম্বানির টাকা খরচ করে প্রিমিয়াম অফারের ঘোষণার পরও সেই উৎসাহে ভাটা পড়বে না বলেই অভিমত বিশেষজ্ঞদের৷ জিওর এই বিপ্লবের অংশীদার হতে পেরে খুশি বলে জানিয়েছেন স্যামসাং ইলেক্ট্রনিক্স-এর নেটওয়ার্ক বিজনেসের প্রধান ইয়াংকি কিম৷ তবে নতুন এই পরিষেবা ফ্রি হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷

কোহলির সমর্থনে এবার পাশে দাঁড়ালেন সৌরভও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement