Advertisement
Advertisement

মোদির ছবি ব্যবহারের জন্য ক্ষমা চাইল Jio, Paytm

অনুমতি না নিয়েই বেসরকারি সংস্থার বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি...

Reliance Jio, Paytm have tendered apologies for using Prime Minister's picture in their ads without permission
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 10, 2017 2:26 pm
  • Updated:March 10, 2017 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুমতি না নিয়েই প্রধানমন্ত্রীর ছবি বিজ্ঞাপনে ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিল রিলায়েন্স জিও ও পেটিএম৷ শুক্রবার এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷ ওই দুই সংস্থাকেই কেন্দ্রীয় সরকার নোটিস পাঠিয়েছিল৷

(বিনা অনুমতিতে মোদির ছবি ব্যবহার, জিও-পেটিএমকে চিঠি পাঠাল ক্ষুব্ধ কেন্দ্র)

ক্রেতা সুরক্ষা মন্ত্রক সূত্রে রিলায়েন্স জিও ও পেটিএমকে নোটিস পাঠিয়ে সতর্ক করা হয়, কয়েকটি নাম ও প্রতীক ব্যবহারের জন্য কেন্দ্রের বিশেষ অনুমতি নিতে হয়৷ ‘দ্য এমব্লেম অ্যান্ড নেমস অ্যাক্ট, ১৯৫০’ মোতাবেক অনুমতি বিনা কয়েকটি নাম ও প্রতীকের বাণিজ্যিক কারণে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ৷

Advertisement

রিলায়েন্স জিও তাদের বিজ্ঞাপনের জন্য কয়েকটি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় পাতা জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে৷ একইভাবে ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পরের দিন, ৯ নভেম্বর পেটিএমও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে দেশবাসীকে ওই সংস্থার ডিজিটাল ওয়ালেট মারফত লেনদেনের আহ্বান জানায়৷ ওই দুই বিজ্ঞাপনই সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের উদ্রেক ঘটায়৷ ওই বিতর্কিত ইস্যুতেই এদিন ক্ষমা চেয়ে নিল দুই সংস্থা৷

বিজ্ঞাপনে মোদির ছবি! জানেন কত জরিমানা হতে পারে জিও-র?

অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে মোদির ছবি, বিতর্কে জিও!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement