Advertisement
Advertisement

Breaking News

ফিরছে ‘হ্যাপি নিউ ইয়ার’ অফার, নয়া প্ল্যান ঘোষণা Jio-র

চটপট জেনে নিন।

Reliance Jio introduces Happy New Year 2018 plans
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 23, 2017 9:28 am
  • Updated:September 18, 2019 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নতুন বছর। ফের সারপ্রাইজ। ফের আকর্ষণীয় অফার।

গত এক বছরে টেলিকম জগতে নিজেদের জায়গা বেশ পাকাপক্তই করে ফেলেছে জিও। গত বছরই শুরু হয়েছিল ধামাকা। দুর্দান্ত ‘হ্যাপি নিউ ইয়ার’ অফার আমজনতার মুখে হাসি ফুটিয়েছিল। রিলায়েন্স জিওর মালিক মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন, তিনমাস সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ও ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা। যে মেয়াদ পরে আরও বাড়ানো হয়েছিল। তারপর একের পর এক লোভনীয় অফার এসেছে। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জিও গ্রাহকের সংখ্যাও। তাদের জনপ্রিয়তা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অন্যান্য টেলিকম সংস্থাকেও। এবার বছর শেষে ফের বড়সড় অফার ঘোষণা করল জিও। অর্থাৎ আরও একবার গ্রাহকদের নিউ ইয়ারকে হ্যাপি করতে প্রস্তুত এই সংস্থা।

Advertisement

jio

[দিনে বেশিক্ষণ টিভি দেখেন? পড়তে পারেন প্রজননের সমস্যায়]

কী কী অফারের কথা জানিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি? আপাতত দু’টি অফার প্রকাশ্যে এসেছে। জিওর প্রিপেড গ্রাহকদের জন্য ১৯৯ ও ২৯৯ টাকার দু’টি প্ল্যান এসেছে। ১৯৯ টাকার প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যাবেন ফ্রি ভয়েস কল, আনলিমিটেড ডেটা (প্রতিদিন 4G স্পিডের ১.২ জিবি), আনলিমিটেড এসএমএস এবং প্রিমিয়াম জিও অ্যাপগুলি। ২৯৯ টাকার অফারে থাকছে ফ্রি ভয়েস কল, আনলিমিটেড ডেটা (প্রতিদিন 4G স্পিডের ২ জিবি), আনলিমিটেড এসএমএস এবং প্রিমিয়াম জিও অ্যাপ। দু’টি প্ল্যানের মেয়াদই ২৮ দিন। আপনি জিও প্রাইম মেম্বার হলেই অফার দু’টি উপভোগ করতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে না হলেও অত্যন্ত সস্তাতেই ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহকরা। তাও আবার প্রতিদিন এক জিবিরও বেশি। রিলায়েন্স জানিয়েছিলেন, জিও গ্রাহকরা মাসে প্রায় ১৫০ কোটি জিবি ডেটা ব্যবহার করেন। আর সেই কারণে ডেটা খরচে বিশ্বের এক নম্বর দেশে পরিণত হয়েছে ভারত। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনকেও পিছনে ফেলেছে এ দেশ বলে দাবি রিলায়েন্সের। আর এবারের হ্যাপি নিউ ইয়ার অফারও যে গ্রাহকদের মন জয় করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

[আত্মপ্রকাশ আঙুলের থেকেও ছোট, কয়েনের চেয়েও হালকা মোবাইল ফোনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement