Advertisement
Advertisement

Jio প্রাইম মেম্বার হওয়ার মেয়াদ কি বাড়ছে? পড়ুন রিলায়েন্স কর্তার বক্তব্য

বিভ্রান্ত না হয়ে পড়ুন অফিসিয়াল বক্তব্য৷

Reliance Jio claims nearing 50 million paid subscribers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 30, 2017 4:08 am
  • Updated:March 30, 2017 4:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও রিলায়েন্স জিও, দেশের সবচেয়ে নতুন টেলিকম অপারেটর তাদের হ্যাপি নিউ অফারের মেয়াদ বাড়াচ্ছে না৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামিকাল, ৩১ মার্চ শেষ হয়ে যাচ্ছে জিও-র সমস্ত ফ্রি অফার৷ এখনও পর্যন্ত প্রায় ৫ কোটি গ্রাহক এককালীন ৯৯ টাকা দিয়ে জিও প্রাইম মেম্বার হয়েছেন৷ অনুমান করা হচ্ছিল, লক্ষ্যমাত্রা ছুঁতে না পারায় প্রাইম মেম্বার হওয়ার জন্য গ্রাহকদের আরও এক মাস সময় দিতে পারে মুকেশ আম্বানির সংস্থা৷ কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে সংস্থার এক উচ্চপদস্থ কর্তা জানিয়ে দিয়েছেন, লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ গ্রাহককে ছুঁতে পেরেই সংস্থা সন্তুষ্ট৷ ফ্রি পরিষেবার মেয়াদ আর বাড়ানো হবে না৷

[আজ পর্যন্ত Jio প্রাইম সদস্য হয়েছেন মাত্র এই ক’জন!]

জিও-র হ্যাপি নিউ ইয়ার অফারে গ্রাহকরা আগামিকাল পর্যন্ত ফ্রি ফোর-জি ডেটা, এসএমএস ও ভয়েস কল পরিষেবা পাবেন৷ জিও প্রাইম সদস্য হওয়ার পর ৩০৩ টাকার রিচার্জে প্রতিদিন এক জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা পাওয়া যাবে৷ সঙ্গে ফ্রি ভয়েস কল৷ কিন্তু একটি সূত্রের খবর, স্রেফ ৯৯ টাকা দিয়ে প্রাইম সদস্য হলেই আজীবন ফ্রি-তে ফোন করা যাবে এমনটা ভাবা ভুল৷ প্রতি মাসে ন্যূনতম রিচার্জ না করলে কয়েকদিন পর কানেকশন বন্ধ হয়ে যাবে৷ ট্রাই-এর নিয়ম এমনটাই৷ সেক্ষত্রে প্রতি মাসে ন্যূনতম ১৪৯ টাকার রিচার্জ করতেই হবে৷ প্রতি মাসে রিচার্জ করা যাবে ৪৯৯ টাকা পর্যন্ত৷ এক বছর ধরে সমস্ত পরিষেবা ফ্রি-তে পেতে রিচার্জ করা যাবে ৯,৯৯৯ টাকার বিনিময়ে৷

[এবার Jio প্রাইম গ্রাহকরা ফ্রি-তে পাবেন ১২০ জিবি 4G ডেটা]

সংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রায় ১০ কোটি মানুষ জিও-র ফ্রি ডেটা ও ভয়েস কল পরিষেবা নিয়েছেন৷ সংস্থার টার্গেট ছিল, তার মধ্যে অন্তত ৭ কোটি মানুষকে প্রাইম সদস্য করা৷ কিন্তু এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া পাল্লা দিয়ে ডেটা রেট কমাতে থাকায় প্রতিযোগিতা ক্রমশ কঠিন হচ্ছে জিও-র পক্ষে৷ তাই ‘টার্গেট’ পূরণ হয়নি৷ তার উপর জিও-র বিরুদ্ধে এখনও কল ড্রপের হাজার হাজার অভিযোগ রয়েছে৷ এয়ারটেল, ভোডাফোন নম্বরে ফোন না ঢোকার অভিযোগ রয়েছে৷ তাই আর কোনও ঝুঁকি না নিয়ে যে ক’জন সদস্য প্রাইম মেম্বার হয়েছেন, তাঁদেরই অর্থের বিনিময়ে পরিষেবা দিতে তৈরি হচ্ছে জিও৷ তবে ৫ কোটি গ্রাহক নিয়ে এখনও দেশের বৃহত্তম টেলিকম অপারেটর জিও৷ ৩ কোটি ৭৭ লক্ষ গ্রাহক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতী এয়ারটেল৷

[Jio প্রাইম মেম্বারশিপ না নিলে ৩১ মার্চের পর কী হবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement