Advertisement
Advertisement
India

‘আমাদের কাছে টি-এর অর্থ টেররিজম’, পাক ‘ট্যাঙ্গো’ বার্তার মোক্ষম জবাব ভারতের

আলোচনা ও সন্ত্রাসবাদ কখনই এক টেবিলে হতে পারে না। এই নীতিই মনে করিয়ে দিয়েছে ভারত।

Relevant T-Word Is Terrorism, Not Tango, India On Pak Remark

ছবি- সংগৃহীত

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 4, 2025 2:51 pm
  • Updated:January 4, 2025 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ঠিক করার জন্য ভারতেরও এগিয়ে আসা উচিত। দুজনকে নিয়েই ‘ট্যাঙ্গো’ নাচ নাচা যায়। একা কখনই সম্ভব নয়। দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে এমনই বার্তা দিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার। যার মোক্ষম জবাব দিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দিয়েছেন, “আমাদের কাছে টি-এর অর্থ টেররিজম।” আলোচনা ও সন্ত্রাসবাদ কখনই এক টেবিলে হতে পারে না। ভারতের এই নীতিই ফের একবার মনে করিয়ে দিয়েছেন তিনি।  

গতকাল শুক্রবার পাক বিদেশমন্ত্রী ইশহাক দার বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখী হন। তখন তাঁকে প্রশ্ন করা হয় ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, “এটা যৌথ প্রচেষ্টা। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দল ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করা নিয়ে কূটনৈতিক স্তরে চেষ্টা চালাচ্ছে। আফগানিস্তান আমাদের ভাই। ওদের সঙ্গে আমরা মজবুত বন্ধন চাই। তেমনই ট্যাঙ্গো নাচতে দুজনের দরকার হয়। ভারত যদি সদিচ্ছা দেখায় তাহলে আমরা বাণিজ্যের জন্য রাজি।”

Advertisement

পাক বিদেশমন্ত্রীর এই ‘ট্যাঙ্গো’ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রণধীর জয়সওয়াল। কড়া গলায় তিনি বলেছেন, “আমাদের কাছে টি-এর টেররিজম। অর্থাৎ সন্ত্রাসবাদ। ট্যাঙ্গো নয়।” প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিত SCO সামিটে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাকভূমে দাঁড়িয়েই তিনি বলেন, সন্ত্রাসবাদ কখনই দুই দেশের সম্পর্ক মজবুত করে না। বর্তমান সময়ে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে লড়াই আরও বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সহযোগিতা অবশ্যই পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের মর্জাদার ভিত্তিতে গড়ে ওঠে। আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় প্রকৃত বন্ধুত্ব। এর কোনও একতরফা এজেন্ডা হতে পারে না।

উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পর থেকেই উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান বলে অভিযোগ গোয়েন্দা সংস্থাগুলোর। ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে প্রতিনিয়ত নাশকতার ছক কষছে তারা। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চপ্যাডগুলো সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ ঘটাচ্ছে। গত বছর উপত্যকায় প্রায় ৭৫ জন জেহাদি নিকেশ হয় সেনাবাহিনীর হাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement