সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং বলেছিলেন, সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রমাণ নেই। সরকার পারলে ভিডিও দেখাক। সেই মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই দলের আরেক নেতা সরকারের কাছে দাবি করে বসলেন সার্জিক্যাল স্ট্রাইকের (Surgical strike) ভিডিও। সেই কংগ্রেস নেতা রশিদ আলভির এমন বক্তব্য ঘিরে বিতর্ক ঘনিয়ে উঠেছে।
ঠিক কী বলেছিলেন ওই নেতা? আলভিকে বলতে শোনা গিয়েছে, ”দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু বিজেপি সরকারকে বিশ্বাস করি না। সরকার তো দাবি করেছেই, যে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও রয়েছে। তাহলে দিগ্বিজয় সিং সেই ভিডিও দেখতে চেয়ে কী অন্যায় করেছেন? আমরা প্রমাণ চাইছি না। কিন্তু সরকারের উচিত ভিডিওটি দেখানো।”
কী বলেছিলেন দিগ্বিজয় সিং? তাঁর কথায়, ‘‘আমাদের ৪০ জন সিআরপিএফ জওয়ান পুলওয়ামায় শহিদ হয়েছিলেন। সিআরপিএফ আধিকারিকরা প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করেছিলেন যে, কর্মীদের এয়ারলিফট করা উচিত, কিন্তু প্রধানমন্ত্রী মোদি রাজি হননি। কীভাবে এই ধরনের ত্রুটি ঘটল?’’
সেই প্রসঙ্গ তুলে আলভির বক্তব্য, ”আমি সার্জিক্যাল স্ট্রাইকের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্ন করছি না। তবে ক্ষমতাসীন দলের পরস্পরবিরোধী দাবি নিয়ে প্রশ্ন তুলছি। অমিত শাহ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যে দাবি করেছেন, সেই সংখ্যা যোগী আদিত্যনাথের সঙ্গে মিলছে না।” তবে তিনি দাবি করেছেন, সেনার প্রতি কংগ্রেসের পূর্ণ আস্থা রয়েছে।
উল্লেখ্য, আলভি দিগ্বিজয়ের হয়ে সাফাই দিলেও এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। এহেন পরিস্থিতিতে আসরে নেমেছেন রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, দিগ্বিজয় যা বলেছেন, তাঁর সঙ্গে দলের অবস্থানের কোনও মিল নেই। সেনাবাহিনীকে কোনও কাজের প্রমাণ দিতে হয় না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.