সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) ৯ ঘণ্টার বেশি সময় ধরে জেরা করে সিবিআই (CBI)। গতকাল আপ দাবি করে, রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেপ্তার হতে পারেন সিসোদিয়া। এদিকে আগেই গ্রেপ্তার হয়েছেন সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। রবিবার আপ নেতাদের গ্রেপ্তারি নিয়ে বলতে গিয়ে ভগত সিংয়ের (Bhagat Singh) সঙ্গে সহযোদ্ধাদের তুলনা করেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই বিষয়ে কড়া আপত্তি জানালেন ভগৎ সিংয়ের ঘনিষ্ঠ আত্মীয় হরভজন সিং ধাথ (Harbhajan Singh Dhath)। তিনি চরম ভর্ৎসনা করলেন আপ প্রধানকে।
উল্লেখ্য, রবিবার অরবিন্দ কেজরিওয়াল টুইট করেন, “জেলখানা ও ফাঁসি ভগৎ সিংকে তাঁর দৃঢ় সঙ্কল্প থেকে সরাতে পারেনি। এটা স্বাধীনতার দ্বিতীয় লড়াই। মণীশ ও সত্যেন্দ্র আজকের দিনের ভগৎ সিং।” দলের নেতার প্রশংসায় আরও বলেন, “৭৫ বছর পর দেশ একজন শিক্ষামন্ত্রী পেয়েছে যিনি গরিবদের কাছে উন্নত শিক্ষা পৌঁছে দিয়েছে এবং তাঁদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগিয়েছে।” কেজরির এমন মন্তব্যেই আপত্তি ভগত সিংয়ের বংশধরের। আপ নেতার প্রতি তাঁর পরামর্শ, তিনি যেন সমস্ত বিযয় রাজনৈতিক ভাবে মোকাবিলা করেন।
হরভজন সিং ধাথের বক্তব্য, বিপ্লবীদের সঙ্গে ‘অপরাধীদের’ তুলনা টানা থেকে বিরত থাকুন কেজরিওয়াল। এর চেয়ে পাঞ্জাবের খারাপ পরিস্থিতি শোধরানোর বিষয়ে নজর দিন। কেজরিকে ধাথের প্রশ্ন, “যাঁরা দুর্নীতির দায়ে ধরা পড়েছে তাঁদের সঙ্গে একজন বিপ্লবীর তুলনা হবে? কোনও রাজনৈতিক স্বার্থসিদ্ধি চান? আপনার লড়াই রাজনৈতিক ভাবে লড়ুন।” আরও বলেন, “শুধু ভগত সিং বলে নয়, কোনও স্বাধীনতা যোদ্ধার সঙ্গে যে কারও তুলনা টানা ঠিক নয়।”
ভগত সিংয়ের আত্মীয় আরও বলেন, “কোনওদিন ক্ষমতায় আসা তাঁর (ভগৎ সিং) উদ্দেশ্য ছিল না। নচেত তিনি বেঁচে থাকতে পারতেন এবং তাঁকে ফাঁসিতেও ঝুলতে হত না।” কেজরিওয়ালের উদ্দেশে, ভগতের আত্মীয়র পরামর্শ, “পাঞ্জাবের আজকের পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত তাঁদের।” ধাথ গ্রেপ্তার হওয়া আপ মন্ত্রীর নাম তুলে আরও বলেন, “সত্যেন্দ্র জৈনের জামিন নাকচ করেছে আদালত, মাসের পর মাস জেলবন্দি তিনি। এমন একজনের সঙ্গে ভগত সিংয়ের তুলনা টানা চরম লজ্জাজনক। দয়া করে যে কারও সঙ্গে ভগত সিংয়ের তুলনা টানা থেকে বিরত থাকুন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.