Advertisement
Advertisement
Rekha Sharma

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে সরলেন ‘বিতর্কিত’ রেখা শর্মা

বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, রেখা শর্মা কাজ করেন বিজেপির ইশারায়। তাঁর আমলে মহিলা কমিশনের নিরপেক্ষতা  লঙ্ঘিত হয়েছে।

Rekha Sharma steps down after nine-year tenure as NCW chairperson
Published by: Subhajit Mandal
  • Posted:August 6, 2024 10:29 pm
  • Updated:August 6, 2024 10:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৯ বছর যুক্ত থাকার পর জাতীয় মহিলা কমিশন ছাড়লেন রেখা শর্মা। মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ২০১৮ সালের ৭ আগস্ট ওই পদে নিযুক্ত হন তিনি। প্রায় ৬ বছর মহিলা কমিশনের শীর্ষস্থানে থাকার পর পদ ছাড়লেন তিনি।

রেখা শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আস্থাভাজন। সেই ২০১৫ সাল থেকে জাতীয় মহিলা কমিশনের সঙ্গে যুক্ত তিনি। প্রথম কয়েকবছর কাজ করেন সদস্যা হিসাবে। পরে ২০১৮ সালে চেয়ারপার্সন নিযুক্ত হন। ২০২১ সালে তাঁর কার্যকালের মেয়াদ ৩ বছরের জন্য বাড়ায় মোদি সরকার। কিন্তু এবার আর বাড়ানো হল না।

Advertisement

[আরও পড়ুন: কেন হাসিনার পতন ভারতের জন্য দুঃসংবাদ? কোন আশঙ্কায় দিল্লি]

সব মিলিয়ে দীর্ঘ ৯ বছর মহিলা কমিশনের সঙ্গে যুক্ত রেখা। তাঁকে নিয়ে বিতর্কও কম হয়নি। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, রেখা শর্মা কাজ করেন বিজেপির ইশারায়। তাঁর আমলে মহিলা কমিশনের নিরপেক্ষতা  লঙ্ঘিত হয়েছে। কেন্দ্রের শাসকদলের ইশারায় বিরোধী শাসিত রাজ্যে একাধিক ঘটনা নিয়ে বিতর্কিত রিপোর্ট দিয়েছেন তিনি। এমনকী একাধিক বিরোধী দলের নেতানেত্রীর বিরুদ্ধে মামলাও করেছে জাতীয় মহিলা কমিশন।

[আরও পড়ুন: হাসিনার ভিসা বাতিল আমেরিকার! আরও চাপে মুজিবকন্যা]

বিতর্কিত সেই চরিত্র এবার মহিলা কমিশন ছাড়ছে। বিদায়ের দিনে রেখা বলছেন, এই ৯ বছর তাঁর জন্য স্মরণীয় হয়ে থাকবে। সমালোচিত হলেও মানুষের ভালোবাসায় তিনি অভিভূত। এবার মোদি সরকার তাঁকে অন্য কোনও দায়িত্ব দিতে পারে বলে মনে করা হচ্ছে। রেখার জায়গায় জাতীয় মহিলা কমিশনে কে আসবেন সেটা স্পষ্ট নয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement