Advertisement
Advertisement

Breaking News

কোন ব্যাঙ্কে জমা পড়ল বেশি পুরনো নোট, খতিয়ে দেখবে ইডি

মূলত যে শাখাগুলিতে বড় অঙ্কের পুরনো নোট জমা পড়েছে সেখানেই হানা দেবেন ইডি আধিকারিকরা৷

Records of over 50 bank branches that have received the largest deposits being examined by Enforcement Directorate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 2:47 pm
  • Updated:December 7, 2016 2:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই দেশের ব্যাঙ্কগুলিতে জমা পড়ছে বাতিল নোট৷ তা নিয়ে উঠছিল নানা অভিযোগও৷ ব্যাঙ্ক কর্মীদের সহায়তাতেই বিপুল পরিমাণ কালো টাকা সাদা হচ্ছিল বলে দাবি উঠছিল৷ এবার পুরো ব্যাপারটিই খতিয়ে দেখবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)৷

গত 8 নভেম্বর থেকে দেশে বাতিল হয়েছে ৫০০ ও ১০০০ টাকার নোট৷ কালো টাকার রমরমা রুখতেই এ অভিযান৷ তবে নিয়মের ফাঁক গলেই অনেকে কালো টাকা সাদা করাচ্ছিলেন বলে অভিযোগ আসছিল৷ কোনও কোনও ব্যাঙ্কে বিপুল পরিমাণ অর্থ জমা পড়ছিল বলেও জানা গিয়েছিল৷ এমনকী কমিশন নিয়ে কালো টাকা সাদা করতে বেশ কিছু চক্রও সক্রিয়৷ কোনও কোনও ক্ষেত্রে জড়িত ধর্মগুরুরাও৷ গত প্রায় একমাস ধরে এরকম নানা ঘটনা সামনে আসছিল৷ এবার সে ব্যাপারে সক্রিয় হল প্রশাসন৷ এর আগে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে বেশ কয়েকজন শীর্ষ ব্যাঙ্ক কর্মীকে ছাঁটাই করা হয়েছিল৷ এবার নজর ব্যাঙ্কের লেনদেনে৷ জানা যাচ্ছে, সারা দেশের ১০টি ব্যাঙ্কের ৫০টি শাখার লেনদেন খতিয়ে দেখবে ইডি৷ কোন ব্যাঙ্কের কোন শাখায় বেশি টাকা জমা পড়েছে সেই তথ্য হাতে এলেই চিহ্নিত করা যাবে বিশেষ বিশেষ অঞ্চলগুলিকে৷ অর্থাৎ কোথায় কালো টাকার লেনদেন সবথেকে বেশি, কোন অঞ্চলে সক্রিয় ছিল কালো টাকা সাদা করার চক্র, তা জানতে পারবে প্রশাসন৷ লেনদেনে কোনওরকম দুর্নীতি হয়েছে কি না, তাও খতিয়ে দেখবে ইডি৷ মূলত যে শাখাগুলিতে বড় অঙ্কের পুরনো নোট জমা পড়েছে সেখানেই হানা দেবেন ইডি আধিকারিকরা৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement