Advertisement
Advertisement

পেটিএম, ফ্রিচার্জ তো ব্যবহার করেন, এই ক্ষতিটা খেয়াল করেছেন?

দিনের পর দিন লোকসান হচ্ছে আপনার?

Read the dark side of using mobile wallets like payTm, Freecharge
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 17, 2017 12:29 pm
  • Updated:February 17, 2017 12:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটবন্দির পর থেকেই মোবাইল ওয়ালেট ব্যবহারের হিড়িক পড়েছে৷ ডিজিটাল লেনদেন যত বাড়ছে পেটিএম, ফ্রিচার্জের জনপ্রিয়তাও বাড়ছে রমরমিয়ে৷ তাতে লেনদেনে অনেক সুবিধা হলেও, আসলে কিন্তু ক্ষতিই হচ্ছে সাধারণ গ্রাহকের৷

আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!

সম্প্রতি এ বিষয়ে আলোকপাত করেছেন এইডডিএফসি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য পুরি৷ তাঁর মতে, ব্যবসার ক্ষেত্রে এই ধরনের মোবাইল ওয়ালেটের ভবিষ্যৎ তেমন কিছু নয়৷ পেটিএমের নাম উল্লেখ করেই তিনি বলেন, কোম্পানির এই মুহূর্তে ১৬০০ কোটি টাকা লোকসান আছে৷ আরও পরে এই ধরনের সংস্থাগুলির কী হবে তা নিয়ে তিনি সন্দিহান৷ মোবাইল ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধার কথা তিনি তুলে ধরেছেন৷ যেমন, এই ধরনের মোবাইল ওয়ালেটের মাধ্যমে লেনদেন করতে হলে গ্রাহক ও গ্রহীতার একই ওয়ালেট থাকতে হয়৷ সেটা একটা সমস্যা৷ তবে মূল সমস্যা অন্য জায়গায়৷ লেনদেনের সুবিধার্থে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ টাকা এই ওয়ালেটে রাখা হয়, তার উপর আর কোনও সুদ পাওয়া যায় না৷ ব্যাঙ্কের মতো কোনও ইন্টারেস্ট দেয় না মোবাইল ওয়ালেট৷ ফলে এখানে টাকা রেখে দেওয়া মানে আদতে লোকসানই হচ্ছে সাধারণ মানুষের৷ এছাড়া ছোট ব্যবসায়ীরা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ২৫,০০০ টাকার বেশি লেনদেন করতে পারে না৷ এই সব অসুবিধার কথা মাথায় রেখেই এই ধরনের ওয়ালেটের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ আছে তাঁর৷

Advertisement

ফলের রস কি শুধু ছেলেরা খাবে, ছোট্ট মেয়ের প্রশ্নে নাজেহাল সংস্থা

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement